শ্যামল রায়,বিশেষ প্রতিবেদনঃ
জমিদার’দের আমলে প্রতিষ্ঠিত কালীপুজো আজও নিষ্ঠা সহকারে কালী পুজো অনুষ্ঠিত হয় সাঁতরা পরিবারে।
বুধবার সাঁতরা পরিবারের প্রবীণ সদস্য মধুসূদন সাঁতরা জানিয়েছেন যে এই কালী পুজোর সূচনা হয়েছিল আজ থেকে আড়াইশো বছর আগে। আমার বাবা বিশ্বনাথ সাঁতরা ৫০ বছর ধরে এই পুজো নিষ্ঠা সহকারে করে আসছিলেন।তার পূর্বে জমিদার আমলে প্রতিষ্ঠিত কালী পুজো শুরু হলেও মাঝখানে জমিদাররা না থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছিল কালীপুজো।
তারপরে বাবা বিশ্বনাথ সাঁতরা এই কালীপুজোর এর সূচনা করেন।সেই থেকে আজও নিষ্ঠা সহকারে আমাদের সাঁতরা পরিবারের সদস্যরা পুজো করে আসছি।
বিশিষ্ট কবি মধুসূদন সাঁতরা আরও জানিয়েছেন যে আমাদের কালীপুজোর প্রধান বৈশিষ্ট্য আতশবাজি পোড়ানো। এই আতশবাজি পোড়ানো দেখতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ পুজোর দিন উপস্থিত হন গ্রামে।
তিনি আরো জানিয়েছেন যে আমাদের এই কালী প্রতিমা খুব জাগ্রত যে যখন তাদের মনের ইচ্ছে পূরণের জন্য মানত করলে অনেকটাই সফল হন বলে দাবি ভক্তদের। পুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ভক্ত মহিলাদের ভিড় হয় এই কালী পূজা উপলক্ষে।এলাকার বাসিন্দা শিবনাথ মন্ডল তিনিও জানিয়েছেন যে এই কালী খুবই জাগ্রত মানত করলে মনোবাসনা পূর্ণ হয় এই ধারণা আজও আমাদের সকলের মধ্যে অগাধ বিশ্বাস এবং ভরসা রয়েছে তাই পূজোর দিন আমরা নিষ্ঠা সহকারে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি।
আরও পড়ুনঃ শ্যামা আরাধনায় জবার চাহিদা পূরণে ব্যস্ত সুভাষগঞ্জ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584