নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল স্টুডিও পাড়া। এতে আর্থিক সমস্যার মুখে পড়েছেন অধিকাংশ শিল্পী কলাকুশলী। ফলে, অবিলম্বে কাজ শুরু করানোর দাবিতে সরব হন তাঁরা।
অবশেষে ১০ জুন থেকে চালু হয়েছে শুটিং। তবে, শিল্পী-কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন-উত্তরের পালা চলতেই থাকে। গত ১০ জুন টিভি সিরিয়ালের শুটিং সংক্রান্ত SOP -তে আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক এবং কার্যকরী সভাপতি সম্মতি প্রদান করতে বাধ্য হন। এই ব্যাপারে সংস্থার একজন অন্যতম সহকারী সম্পাদক ছাড়া আর কেউই কিছু জানতেন না তেমনভাবে।
এতে শিল্পীদের স্বার্থ লঙ্ঘিত হওয়ার দিকটি জোরদার হয় অনেকক্ষেত্রে। প্রতিবাদে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম’-এর কার্যকর সমিতির চারজন সদস্য যথাক্রমে- সোহন বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি রায়, সাগ্নিক, রাণা মিত্র পদত্যাগ পত্র দেন।
আরও পড়ুনঃ ‘প্রথমা কাদম্বিনী’ পরিচালনার দায়িত্ব ছাড়ছেন স্বর্ণেন্দু সমাদ্দার, সরছেন লেখিকা সাহানা দত্ত’ও
এরপর ১২ জুলাই প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডাকে হাজির হন পূর্বের বিভিন্ন সময়ের কার্যকর সমিতির সদস্যরা। দীর্ঘ আলোচনার পর ঠিক হয় SOP-তে যেসব ভুল ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে সেগুলি সংশোধন করানো হবে। পাশাপাশি পদত্যাগকারীদের পদত্যাগ পত্র প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়। এবং তাঁরা ফিরলেন অবশেষে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584