সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায় কোচবিহারের ছয় প্রতিযোগী

0
150

মনিরুল হক, কোচবিহারঃ

sara bangla yogasan competition at kochbihar

সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা ২০১৮ তে অংশ নিল কোচবিহারের মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়ের ছয় জন ছাত্রছাত্রী। দিনহাটা মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়ের যোগাসন টিম কোচবিহার থেকে শুক্রবার সকালে পুরুলিয়ায় পৌঁছলেন। আগামীকাল শনিবার ও রবিবার ২২ ও ২৩ ডিসেম্বর পুরুলিয়া ডিএস এ ইন্দোর ষ্টেডিয়ামে ওই যোগাসন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে।ওই যোগাসন প্রতিযোগিতায় কোচবিহার জেলা দলের হয়ে অংশ নেবেন ব্যায়াম বিদ্যালয়ের সমৃদ্ধা দাস(৮),শিবরূপ তালুকদার(১২),পিয়াংশু সরখেল(১২), উপাসনা দেব(১২), শ্রেয়া মজুমদার (১৩), নীহার চক্রবর্তী(১৭) এবং তাদের কোচ সুজিৎ পাল।এবার কোচবিহার জেলায় দলের হয়ে ছয় জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।ওই ব্যায়াম বিদ্যালয়ের জেনারেল সেক্রেটারি বিভু রঞ্জন সাহা জানান, “এবছর আমাদের ব্যায়াম বিদ্যালয়ের ছয় জন প্রতিযোগী পুরুলিয়া ডিএসএ ইন্দোর ষ্টেডিয়ামে যোগাসন প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে চলেছি। জেলাবাসী প্রতিযোগীদের সাফল্য কামনা করে আশীর্বাদ করবেন।যাতে তারা আবার ভালো ফল করে জেলার নাম উজ্জ্বল করতে পারে।”প্রসঙ্গত, গত বছর সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায় অংশ নেয় কোচবিহারের মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়ের ১৪ জন ছাত্রছাত্রী।ওই যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুর্গাপুর ডিএসপি গার্লস হাইস্কুলে।২৩ ও ২৪ ডিসেম্বর দুই দিন ধরে ওই প্রতিযোগিতা হয়।ওই ১৪ জন প্রতিযোগীর মধ্যে ৩ থেকে ৬ বছরের বালিকা বিভাগে শ্রীময়ী কর সান্তনা পুরস্কার পেয়েছে।এছাড়াও ৬ থেকে ১০ বছর বয়সী বালক বিভাগে চতুর্থ স্থান পেয়েছে মৈনাক নন্দী।

আরও পড়ুন: অগ্নিনির্বাপক ব্যবস্থাহীন চা গুদামে বিধ্বংসী অগ্নিকান্ড

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here