নতুন সাজে আসতে চলেছে জনপ্রিয় কমেডি শো ‘সারাভাই ভার্সেস সারাভাই’

0
65

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ 

ছোট পর্দার তুমুল জনপ্রিয় কমেডি শো ‘সারাভাই ভার্সেস সারাভাই’ এবার আসছে সিজন ৩ নিয়ে। জনপ্রিয় এই কমেডি শোয়ের প্রযোজক জেডি মাজেঠিয়া এমনটাই জানিয়েছেন। ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর প্রথম আত্মপ্রকাশ ২০০৪ সালে টেলিভিশন মাধ্যমে।

srabhai vs sarabhai is coming soon
সারাভাই ভার্সেস সারাভাই ফিরছে সিজন ৩-এ

তুমুল জনপ্রিয় হয় শো-টি। এরপর দ্বিতীয় সিজন রিলিজ হয় হটস্টারে ২০১৭ সালে। তবে প্রথম সিজনের মত জনপ্রিয়তা পায়নি এই শো। গল্পের বাঁধুনিতে আগের শো-এর কমেডি খুঁজে না পেয়ে কিছুটা আশাহতই হয়েছিলেন দর্শকরা। তাই তাঁরা সোশ্যাল মিডিয়ায় দাবি তুলেছিলেন প্রথম সিজনের আকর্ষণ নিয়ে সারাভাই জুটি আবার ফিরে আসুক। দর্শকদের এই আব্দার মেটাতে আগ্রহী হয়েছে সারাভাই ভার্সেস সারাভাই এর গোটা টিম।  তাই ধামাকাদার সিজন ৩ এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন সকলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here