নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
গদাধরের জীবনে আগমন ঘটতে চলেছে সারদামণির৷ ইতিহাস এগিয়ে চলেছে তরতরিয়ে। একইভাবে ধারাবাহিকে চলছে একের পর এক চরিত্রের থুড়ি ইতিহাসবিজড়িত চরিত্রের আনাগোনা৷ সারদামণির সঙ্গে গদাধরের বিয়ের সম্বন্ধ এলে সারদামণির পরিবার তা কী ভাবে নেবে সেটাই এবার দেখার।
আরও পড়ুনঃ সার্ভে রিপোর্ট দিক চ্যানেলঃ আর্যা বন্দ্যোপাধ্যায়

ওদিকে রানি মা চায় তার বাড়িতে নীল দর্পণ নাটক মঞ্চস্থ হোক। এরপর কী হবে তা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক।

আরও পড়ুনঃ ‘ফিরকি’ ফেরানোর দাবিতে সোচ্চার সোশ্যাল মিডিয়া
সারদামণির বাবার চরিত্রে দেখা যাচ্ছে দেবনাথ চট্টোপাধ্যায়কে। থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একজন অভিনেতা তিনি। নয় নয় করে বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করে ফেলেছেন তিনি। প্রথমা কাদম্বিনী, শ্রীময়ী সহ আরও বেশ কিছু টেলিসোপে দেখা গিয়েছে তাঁকে।
ওদিকে রামকৃষ্ণের দিদি অর্থাৎ হৃদের মা কাত্যায়নীর চরিত্রে রয়েছেন কৃষ্ণা মিত্র। ‘রানী রাসমণি’ দেখুন প্রতিদিন সন্ধে সাড়ে ৬ টায় জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584