নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আগামী ২৯ ই জানুয়ারি হিন্দুধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। এসব হাটে ইতিমধ্যে প্রতিমা কেনা বেচা শুরু হয়ে গিয়েছে।
প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আর তাই আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে চলছে পূজার শেষ প্রস্তুতি। পূজার প্রধান অনুষঙ্গ প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
খড়, মাটি, বাঁশ দিয়ে কারিগরদের হাতের নিপুণ স্পর্শে তৈরি প্রতিমা দেখে মুগ্ধ হচ্ছেন দেবী সরস্বতীর ভক্তরা। ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে এবারও প্রতিবারের মতো আয়োজন করা হয়েছে প্রতিমার হাট।
সরস্বতী প্রতিমা নিয়ে বসছেন মৃৎশিল্পীরা । জটেশ্বর সহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এদিন সরস্বতী প্রতিমা কিনতে আসছেন জটেশ্বর বাজারে। দেবী সরস্বতীকে বিভিন্ন মনোমুগ্ধকর অবয়বে সাজানো হয়েছে এ হাটে। জানা গেছে, কেউ কেউ অগ্রিম বায়নাও দিয়ে গিয়েছিলেন কারিগরের হাতে পছন্দমতো প্রতিমার জন্য।
মৃৎশিল্পীরা জানান, “বর্তমানে এ পেশাতে তারা পূর্ব পুরুষের মতো সচ্ছলভাবে জীবন-জীবিকা নির্বাহ করতে পারছেন না। প্রতিমা তৈরিতে যে পরিমাণ খরচ হয়, সে পরিমাণে লভ্যাংশ থাকছে না। তবে এ হাটে কাজ করে ও প্রতিমা বিক্রি করে দীর্ঘদিন পর স্বাচ্ছন্দ্যবোধ করছেন তারা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584