সরস্বতী আরধনায় থিমের বাহার মগরায়

0
670

মোহনা বিশ্বাস, হুগলীঃ

বাগদেবীর আরাধনায় মাতোয়ারা গোটা রাজ্য। দুদিনব্যাপী এই পুজোয় মেতে উঠেছে হুগলী জেলার মগরা-ও।

নিজস্ব চিত্র

পুজোর থিম নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত পুজোর ক্লাবগুলি।

নিজস্ব চিত্র

কোথাও হয়েছে গুজরাটের মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির। মগরা বাগহাটি জুবিলী ফুটবল ক্লাবের মন্ডপ ও প্রতিমাসজ্জা ছিল নজরকাড়া। এবছর তাদের থিম গুজরাটের মন্দির।

নিজস্ব চিত্র

অন্যদিকে, মগরা কোলা ঐক্য সম্মিলনীর পুজো এবার ৩৫ বছর তম বর্ষে পদার্পণ করলো।

নিজস্ব চিত্র

এবছরে তাদের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। মণ্ডপের চারিদিকে বাহারি ফুলের গাছ লাগানো হয়েছে।

নিজস্ব চিত্র

কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে বৃন্দাবনের পরিবেশ। বাঁশ, কাপড়, দড়ি, কাঠের সূক্ষ্ম কারুকার্যে মোড়া এই মন্ডপ।

নিজস্ব চিত্র

এবারে কোলা ঐক্য সম্মিলনীর পুজোয় খরচ হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা। তাই বলতেই হয় যে, জাঁকজমকে ভরপুর মগরার সরস্বতী পুজো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here