বরাবাজার নীল মোহনপুর গাইডেন্স শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজায় দুই দিনব্যাপী অনুষ্ঠান

0
114

সঞ্জয় চৌধুরী, পুরুলিয়াঃ

পুরুলিয়া জেলার বরাবাজার নীল মোহনপুর গাইডেন্স শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী। এই দুই দিনব্যাপী অনুষ্ঠানে নানা রকম প্রতিযোগিতা ও লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

Saraswati puja
নিজস্ব চিত্র

এদিন তারা ব্যানারের মাধ্যমে তুলে ধরেছে বাল্যবিবাহ, সেফ ড্রাইভ সেভ লাইফ এবং কোভিড পরিস্থিতির সমস্ত বিধিনিষেধাবলী।

Lata Mangeshkar
লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি। নিজস্ব চিত্র
মিউজিক্যাল চেয়ার। নিজস্ব চিত্র

গার্ডেন্সের কর্ণধর তথা শিক্ষক সুরেশ মহান্তি জানান, এটি আমাদের কোচিং সেন্টার, ২০০৬ থেকে চলছে। এমনকি এটা একটা আবাসিক ছাত্রাবাসও, এখানে অনেক ছাত্ররা থাকে। বাঁকুড়া, খড়গপুর থেকে সংগীতশিল্পীরা পারফরমেন্স করেন এই অনুষ্ঠানে। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, মোমবাতি জ্বালানো থেকে শুরু করে মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঙ্গা প্রতিযোগিতা চামচ দৌড় বিভিন্ন প্রকার প্রতিযোগিতা হয়।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলে আয়োজিত হল বার্ষিক ক্যারাটে পরীক্ষা ও সেলফ ডিফেন্স প্রোগ্রাম

Suresh Mahanti
গার্ডেন্সের কর্ণধর তথা শিক্ষক সুরেশ মহান্তি। নিজস্ব চিত্র

করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার অনেকটা ব্যাহত হয়েছে সকল স্কুল খোলার নোটিফিকেশন এসেছে ৭ তারিখ থেকে। মহামারী পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানান গাইডেন্স-এর কর্ণধার শিক্ষক সুরেশ মহান্তি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here