নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘শাড়িতে নারী’– সোশ্যালে এই নিয়ে চলছে ভীষণ বাড়াবাড়ি। একের পর এক শাড়ি পরিহিতা রমণীদের ছবি ছক্কা পোস্টে উত্তাল সোশ্যাল মিডিয়া। পাশাপাশি আরও নানাবিধ চ্যালেঞ্জ ছোঁড়াছুড়ির পালা চলছে পাল্লা দিয়ে৷ কখনও বা পাঞ্জাবিতে পুরুষ, কেউ বা ছুঁড়ছে নাইটিতে নারী চ্যালেঞ্জ। এহেন চ্যালেঞ্জের খেলার কারণ বোঝা যাচ্ছে না। নিছকই টাইম পাস? হয়ত তাই৷ আবার নাও হতে পারে।
তবে এটা স্পষ্ট, মানুষ আজ চ্যালেঞ্জে বিশ্বাসী। তা ভাল কথা। কিন্তু হোক না সেই চ্যালেঞ্জ নিজের সঙ্গে নিজের, হোক না তা অন্যকে ভাল রাখার, হোক না ভাল কাজ করে দেখিয়ে দেওয়ার। নারীকে শিখণ্ডি করে চ্যালেঞ্জ কেন? নারী শাড়ি পরলেই সে নারী? না পরলে অন্যকিছু? শাড়ি পরে দিনরাত কাটিয়ে দিলেই সে সতী, নইলে অসতী? শাড়ি পরলেই সে পতিব্রতা, না হলে অন্যটা? নাকি আজকের নারী শাড়ি পরতে পারে কিনা তার পরীক্ষা নিরীক্ষা? আরে, নারীকে শাড়ি পরা শিখতে হয় না। তা তার রক্তে প্রবাহিত হয়।
আরও পড়ুনঃ একাধিক গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘গল্পে মোড়া চুপকথা’
একবিংশ শতকে দাঁড়িয়েও নারীকে শাড়ি পরে দেখাতে হয় যে সে নারী। তার মাতৃত্ব, তার মায়া, মমতা, স্নেহ, ত্যাগ সবই ফিকে শাড়ির কাছে? আর সবথেকে অবাক লাগে, যখন একজন নারীই অন্য এক নারীকে ‘শাড়িতে নারী’ চ্যালেঞ্জ দিয়ে বসে। কিংবা নিজেই নিজের শাড়ি পরা কোনও ঝক্কাস ছবি পোস্টিয়ে অন্যের (হয়ত বা প্রিয়জনের) দৃষ্টি আকর্ষণ করে।
আরও পড়ুনঃ সবার কাছে ভরসা আজও দু’পয়সার প্রেস, মহুয়া মন্তব্যের প্রতিবাদে সরব টলিউড
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্টানোর পূর্ণ অধিকার আছে সকলের। সেখানে চ্যালেঞ্জের প্রশ্ন কেন বোঝা যায় না। ডিজিটাল দুনিয়া কি ফের একবার নারীকে শুধুই শাড়িতে ফিরিয়ে আনতে উদ্যত? বেশ কয়েক দশক আগে যেমন শ্বশুরঘরে শাড়ি ছাড়া অন্য পোশাকের সমাদর ছিল না, তেমনটাই কি ফিরিয়ে আনতে এহেন চ্যালেঞ্জ? প্রশ্নই সম্বল। সঠিক ব্যাখ্যা নেই কারো কাছে।
‘শাড়িতে নারী’ চ্যালেঞ্জ সেদিনই সার্থক হবে যেদিন এই শাড়ি পরিহিতা বা অন্য কোনও পোশাকে লাবণ্যময়ী হয়ে ওঠার জাতটিকে আর খড়ের গাদায় নিয়ে গিয়ে তাকে লোভলালসার শিকার করে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার মানসিকতা থেকে বিরত থাকবে ‘পাঞ্জাবিতে পুরুষ’ জাতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584