নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
না, বাঁধা গতের ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, এই বছর উচ্চ মাধ্যমিকে সারফিয়া হাই মাদ্রাসা থেকে ৪৭৩ নম্বর পেয়ে মাদ্রাসায় দ্বিতীয় এবং ভগবানগোলা-১ ব্লকে ও দ্বিতীয় হওয়া আনিসা খাতুন ভবিষ্যতে একজন অঙ্কন শিল্পী হতে চায়। অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে আনিসা, তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। তিন ভাইবোন তারা।

আরও পড়ুনঃ পৌরসভার উদ্যোগে মহকুমা হাসপাতালে মা ক্যান্টিনের সূচনা
২০২০ তে এই সারফিয়া হাই মাদ্রাসা থেকেই WBBME এর হাই মাদ্রাসা পরীক্ষায় ৬৬৭ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করে আনিসা এবং তখনও মাদ্রাসায় দ্বিতীয় স্থান অধিকার করে সে। WBCHSE এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবারও এই সারফিয়া হাই মাদ্রাসা থেকে দ্বিতীয় স্থান অধিকার করলো কলা বিভাগের ছাত্রী আনিসা।

আনিসা যে শুধুমাত্র পড়াশোনাতেই ভালো তাই নয় সে একজন খুব ভালো অঙ্কন শিল্পী। ভগবানগোলা ব্লক-১ এ ভোটার সচেতনতা দিবসে এক অঙ্কন প্রতিযোগিতা আয়জিত হয়, তাতে সে ২০২১ সালে প্রথম স্থান অধিকার করেছিল এবং এই বছর দ্বিতীয় স্থান অধিকার করে। শিল্পী হিসাবে তাঁর জন্মগত প্রতিভা রয়েছে। আজ পর্যন্ত কোথাও ছবি আঁকা শেখেনি আনিসা। যেকোনো জিনিস দেখে দেখে আঁকতে পারে সে। কখনও বা তার প্রিয় শিল্পী অরিজিৎ সিং -এর ছবি আবার কখনো পশুপাখি, মানুষ, প্রকৃতি যেকোনো জিনিসই দেখে দেখে এঁকে ফেলার অদ্ভুত জন্মগত দক্ষতা রয়েছে তার । আনিসার ইচ্ছে একজন বড় শিল্পী হওয়ার। এখন সাধারণ ঘরের একজন মেয়ে যার বাবা পেশায় রাজমিস্ত্রি তার পক্ষে তার স্বপ্ন পূরণ করা কতটা সম্ভব তা ভবিষ্যতই বলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584