নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়তে চলায় মালদহ কোভিড হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হল ‘সারি’ ওয়ার্ড। এবার থেকে মালদহ মেডিক্যালে সারি রোগীর চিকিৎসা হবে বলে জানা গিয়েছে। মালদহে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহের মধ্যেই আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩।
এখন জেলার কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন। একজন ইতিমধ্যে শিলিগুড়ি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই অবস্থায় ফের মালদহ মেডিক্যালে সারি চিকিৎসা শুরু হওয়ায় জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
আরও পড়ুনঃ সাংবাদিকদের করোনা পরীক্ষায় জেলা প্রশাসন
কারণ, মেডিকেলে সারি চিকিৎসা হওয়ায় অনেক সাধারণ রোগী সেখানে যেতে চাইবেন না। সেজন্যই সারি চিকিৎসা কোভিড হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু করোনা পজিটিভ রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলায় সেখান থেকে সারি হাসপাতাল ফের মেডিক্যালে সরিয়ে আনা হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584