নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ আসন্ন নির্বাচনী প্রচারে কুশমণ্ডিতে নাম না করে দিলীপ ঘোষকে আক্রমন করলেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন মারপিট অশান্তি দাঙ্গায় শুধু করে আসছেন তিনি ভালো কি কাজ করেছেন তাই তার বলার হয়তো কোনো ভাষা নেই।
তবে তিনি জানিয়েছেন, মমতা ব্যানার্জী হলেন শান্তির প্রতীক। ৩৪ বছরের বামফ্রন্টকে সরিয়ে রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন তিনি মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জী। আর সেখানে এরা বিক্ষুব্ধ ঘটনা ঘটিয়ে পঞ্চায়েত নির্বাচনটাকে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছেন।
পঞ্চায়েত নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব। মানুষের অধিকার প্রতিষ্ঠার জায়গা। যা বানচাল করা যাবে না। নাম না করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এইভাবেই আক্রমণ করেন শিশু ও সমাজ কল্যান দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।
তিনি আরও বলেন, “উন্নয়ন নিয়ে মমতা ব্যানার্জী কোনও দিন আপোষ করেননি। উন্নয়ন অব্যাহত থাকবে। তাই যারা এসে উলটো পালটা বুঝিয়ে দিচ্ছেন, যারা মমতা ব্যানার্জীর নামে কুৎসা ও অপমান করছেন। তাদের উদ্দেশ্যে বলি মমতা ব্যানার্জীকে অপমান করা মানে পশ্চিমবাংলার মানুষকে অপমান করা। আর এদের কোথাও ঠাঁই নেই জায়গা নেই।”
এদিন রাতে তৃণমূল প্রার্থীদের হয়ে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের আমিনপুর, বরগাছি সহ পেত্নিদিঘি এলাকায় ভোট প্রচার করেন শিশু ও সমাজ কল্যান দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও মন্ত্রীর সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584