শুরু হতে চলেছে ‘৮/১২’র শুটিং, দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শাশ্বত এবং খরাজ

0
119

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনা অতিমারীর জের কাটিয়ে শুরু হতে চলেছে ‘৮/১২’ ছবির শুটিং। অমর স্বাধীনতা সংগ্রামী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্তের স্মরণীয় রাইটার্স অভিযানই যে এই ছবির প্রেক্ষাপট তা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। কয়েকদিন আগেই সাড়ম্বরে ঘোষণা করা হয় ছবির মুখ্য অভিনেতাদের নাম। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি জনপ্রিয় নাম। ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শ্বাশত চট্টোপাধ্যায়।

Saswata Chatterjee
শ্বাশত চট্টোপাধ্যায়
Kharaj Mukherjee
খরাজ মুখোপাধ্যায়

বিনয়-বাদল-দীনেশকে যিনি দেশমন্ত্রে দীক্ষিত করেছিলেন, তাঁদের মনে জাগিয়ে তুলেছিলেন দেশপ্রেমের বোধ, সেই স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র ঘোষের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায়কে। স্বভাবতই চরিত্রটি নিয়ে বিশেষ ভাবে উচ্ছসিত তিনি। ছবিতে অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ শ্রীজাতর ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

Subh Maharat
ছবি: সংগৃহীত

সম্প্রতি সম্পন্ন হল ছবির মহরৎ। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। সকলেই বেশ উচ্ছ্বসিত এই ছবি নিয়ে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অরুণ রায়। ছবিতে বিনয় বসুর ভূমিকায় দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দকে। বাদল গুপ্তের চরিত্রে থাকছেন অর্ণ মুখোপাধ্যায়নএবং দীনেশ গুপ্তের চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা সুমন বসু (রেমো)কে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী , শঙ্কর দেবনাথ, বিপাশা সাহা সহ বাংলা থিয়েটারের বিশিষ্ট শিল্পীরা।

আরও পড়ুনঃ সৃজিতের ‘X=PREM’-এর দৌলতে ফের ফ্লোরে শ্রীকান্ত মান্না, জোরকদমে চলছে মাছ ব্যবসাও

Suv Maharat
ছবি: সংগৃহীত

ছবির ক্যামেরার দায়িত্বে থাকছেন গোপী ভগৎ, সঙ্গীত পরিচালনায় রয়েছেন সঙ্গীত পরিচালক জুটি ময়ুখ মৈনাক, সম্পাদনায় রয়েছেন সংলাপ ভৌমিক, ছবির পোশাক পরিকল্পনা করছেন সাবর্ণী দাস এবং প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে রয়েছেন তন্ময় চক্রবর্তী।

ছবির প্রযোজক কান সিং সোধা জানিয়েছেন যে সব কিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে ‘৮/১২’ ছবির শুটিং। কান সিং সোধার প্রযোজনায় আসছে এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here