ফের তদন্ত শুরু করছেন শাশ্বত

0
206

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

ফের রহস্য দানা বাঁধছে। সবই রহস্যে ঘেরা, যাকে বলে রহস্যময়। আর তাই ছবির নাম অন্য কিছু নয়, ‘রহস্যময়’।

Saswata | newsfront.co
নিজস্ব চিত্র

পরিচালক জুটি সৌম্য-সুপ্রিয়র পরিচালনায় আসছে এই ছবি। একটি খুনের ঘটনাকে কেন্দ্রে রেখে এগোবে ছবির গল্প। আর সেই খুনের পিছনে লুকিয়ে থাকা রহস্যের তদন্তে নামবেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁকে সর্বতোভাবে সাহায্য করবেন দেবরাজ মুখার্জি।

নিজস্ব চিত্র

প্রসঙ্গত, খুনের রহস্যের জাল এর আগেও ছিঁড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। কখনও শবর দাশগুপ্ত আবার কখনও অনিমেষ দত্ত হিসেবে। এবারও সেই একই কাজ পেয়ে খুশি তিনি। তবে, ‘রহস্যময়’-এর ডিসিপি অনীশ রায়ের চরিত্রের সঙ্গে যাতে শবর কিংবা অনিমেষ মিলেমিশে একাকার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন বলে জানিয়েছেন তিনি নিউজফ্রন্টকে।

আরও পড়ুনঃ সিনেমহলের নজর কাড়ল ‘ক্রাউন উড’-এর প্রথম গালা অনুষ্ঠান

ওদিকে টেলিভিশনের ভিলেন চরিত্রে একচ্ছত্র অধিকার যাঁর সেই দেবরাজ মুখার্জি এবার আউট এন্ড আউট পজিটিভ চরিত্রে ধরা পড়তে চলেছেন।

নিজেই নিউজফ্রন্টকে সহাস্যে জানালেন, “না, এবার আমি কোনও খুনের সঙ্গে জড়িত নেই। বরং খুনের রহস্যভেদ করতে ডিসিপি-কে সাহায্য করব এবার। একদম অন্য এক ‘আমি’কে এবার পেতে চলেছি আমি নিজেই।”

গল্প আবর্তিত হবে আদিত্য, এষা, অভিমন্যু, তিথিকে কেন্দ্রে রেখে। এরা প্রত্যেকেই আই টি সেক্টরে কাজ করে। অভিমন্যু লিভ ইন করে তার প্রেমিকা তিথির সঙ্গে। হঠাতই একদিন বেডরুমে খুন হয় অভিমন্যু। কে খুন করল অভিমন্যুকে? তিথি? নাকি অন্য কেউ? কার সরাসরি এই খুনের পিছনে হাত রয়েছে সেটাই খুঁজে বের করবে ডিসিপি অনীশ রায়।

ছবিতে রয়েছে রহস্য, একশন, রোমান্স- জানিয়েছেন পরিচালক সৌম্য-সুপ্রিয়। এর আগেও জুটি বেঁধে ছবি বানিয়েছেন সৌম্য-সুপ্রিয়। এই নামেই আগামীদিনে কাজ চালিয়ে যেতে চান দুই বন্ধু। উভয়ে জানিয়েছেন এমনটাই।

বিভিন্ন চরিত্রে শাশ্বত এবং দেবরাজ ছাড়াও অভিনয় করছেন অমৃতা চ্যাটার্জি, অনিন্দ্য চ্যাটার্জি, সায়নী ঘোষ এবং নবাগত আর্য। আর্য এর আগে হিন্দি ভাষায় কাজ করেছেন। বাংলা ভাষায় এই প্রথম কাজ করছেন তিনি।
আর্য প্রবাসী বাঙালি। তাঁর বাংলায় অস্পষ্টতা স্পষ্ট। কিন্তু তিনি বাংলা শিখছেন। ট্রেনারের সাহায্য নিয়ে চলছে বাংলা অনুশীলন।

শুটিং শুরু হবে খুব শীঘ্রই। চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার সম্ভাবনা ‘রহস্যময়’-এর। ‘অমর সিনেভিশন’-এর ব্যানারে ছালিয়া শ্রীবাস্তবের প্রযোজনায় আসছে এই ছবি।  গল্প ভেবেছেন প্রযোজক ছালিয়া শ্রীবাস্তব। চিত্রনাট্য এবং সংলাপ লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here