নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফের রাজ্য সরকারি চাকরির নিয়োগে উঠলো অস্বচ্ছতার অভিযোগ। ২০১৮ সালের ফুড সাব ইন্সপেক্টর পদের ৯৯৭ জনের প্যানেল বাতিল করে দিল স্যাট। অভিযোগ, সংরক্ষণ নীতি সঠিক ভাবে মানা হয়নি প্যানেল তৈরির ক্ষেত্রে। ইতিমধ্যেই প্রায় ১০০ জনের নিয়োগ হয়ে গিয়েছে এই প্যানেল অনুযায়ী। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ২০১৮ সালের ওই প্যানেল বাতিল করার নির্দেশ দেওয়ায় ইতিমধ্য়েই যাঁদের নিয়োগ হয়ে গিয়েছে, তাঁদের চাকরির ভবিষ্যৎ এবার অনিশ্চয়তার মুখে।
উল্লেখ্য, ফুড সাব ইনস্পেক্টর পদে চাকরির পরীক্ষা নিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন। এবার সেই নিয়োগের প্যানেল বাতিল হওয়ায় যাঁরা চাকরি পেয়েছেন শুধু তাঁদেরই নয়, সেইসঙ্গে যাঁদের নাম মেধাতালিকায় ছিল তাঁদেরও ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল।
আরও পড়ুনঃ মোদী জামানায় দৈনিক অন্তত ১০০ কোটি টাকা জালিয়াতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে, আরবিআই রিপোর্টে প্রকাশ
সাম্প্রতিককালে রাজ্যে সরকারি চাকরির নিয়োগ সংক্রান্ত একাধিক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এমনকি ইতিমধ্যেই নিয়োগ হয়ে যাওয়া চাকরিও বাতিল করার নির্দেশ দিতে দেখা গিয়েছে আদালতকে। শিক্ষক নিয়োগে পরের পর দুর্নীতি সামনে এসেছে। এই সবের মধ্য়ে রাজ্যে ফের এক সরকারি চাকরিতে নিয়োগে অনিয়মের অভিযোগে বাতিল হয়ে গেল প্যানেল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সরকারি চাকরিক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ফের একবার অস্বস্তিতে পড়লো রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584