নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ, বুধবার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার রায় দেবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ( স্যাট)। গতবছর ২৭ জুলাই স্যাট এই মামলার রায় দিয়েছিল। সেই মামলাটি আবার পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের তরফে আবেদন করা হয়। ওই আবেদনের ওপর দীর্ঘদিন ধরে শুনানি চলে।
গত ৩ মার্চ এই মামলার শুনানি শেষ হয়। এরপরই রায়দান স্থগিত রাখে স্যাট। মার্চ মাসের শেষে দেশজুড়ে লকডাউন শুরু হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় স্যাটের কাজ। পঞ্চম দফার লকডাউনে আনলক-১ পর্ব শুরু হয়। তাই গত ৮ জুনের পর স্যাট ফের কাজ শুরু করেছে।
আরও পড়ুনঃ কোষাগারে অর্থাভাব! মেডিক্যাল কলেজের ইন্টার্ন-পিজিটিদের বেতন বন্ধের নোটিশ
মঙ্গলবার স্যাট যে তালিকা প্রকাশ করেছে তাতে ডিএ মামলা সহ মোট ৩ টি মামলার রায় দেওয়ার কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে রাজ্য কর্মীদের ডিএ দেওয়া নিয়ে গত প্রায় তিন বছর ধরে স্যাট ও হাইকোর্টে লড়াই চলছে। মামলার মূল আবেদনকারী হলেন কনফেডারেশন অফ স্টেট গর্ভমেন্টের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ আরজিকরে সদ্যোজাত নিখোঁজের মামলায় ডিএনএ রিপোর্ট তলব হাইকোর্টের
হাইকোর্ট জানিয়েছিল, ডিএ সরকারি কর্মীদের অধিকার। ডিএ-এর হার ঠিক করার দায়িত্ব স্যাটের ওপর থাকে। গত জুলাইয়ের রায়ে ৬ মাসের মধ্যে রাজ্য কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে বলে বিচারপতি রঞ্জিত বাগ ও সুবেশ দাসকে নিয়ে গঠিত স্যাটের বেঞ্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584