পিয়ালী দাস, বীরভূমঃ
সারদা কান্ডে অন্যান্য সাংসদদের থেকে একদম উল্টো পথে হেটে মানসিক শান্তির জন্য সারদার টাকা ফেরত দেওয়ার ইচ্ছে প্রকাশ। যদিও এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানালেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷আজ বীরভূমের নলহাটি দু’নম্বর ব্লকের ভগলদিঘি উচ্চবিদ্যালয়ে সংখ্যালঘু ছাত্রী আবাসের উদ্বোধন করেন সাংসদ শতাব্দী রায়।
সেখানেই সারদার টাকা ফেরত প্রসঙ্গে তিনি বলেন, “এটা নিয়ে কোনও গল্প লেখার কিছু নেই ৷ কোনও ভয় নয়, চাপ নয় ৷ আমার ইচ্ছেতে যেটা করব সেটা আমার সিদ্ধান্ত ৷”
তিনি আরও বলেন, সারদার থেকে পাওয়া টাকা তাঁর পারিশ্রমিক। কিন্তু শান্তি কেনার জন্যই সেই টাকা ফেরত দিতে চান ৷ শান্তি যদি টাকা দিয়ে কিনতে হয় কিনবেন ৷গতকালই সিজিও কমপ্লেক্সে শতাব্দী রায়কে তিনঘণ্টা জেরা করেন ইডি আধিকরারিকরা ৷ যদিও সারদার টাকা ফেরত দেওয়া সংক্রান্ত কোনও কথা ইডির সঙ্গে হয়নি বলে আগেই জানিয়েছিলেন সাংসদ।
আরও পড়ুনঃ রাজনৈতিক হামলায় উত্তপ্ত শিতলখুচি, তৃনমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
শতাব্দী রায় আজ সংখ্যালঘু ছাত্রী আবাস উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ত্রিদিব ভট্টাচার্য ও ভগলদিঘি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ৷ রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের ৯৪ লাখ টাকা অনুদানে এই ছাত্রী আবাস তৈরি হয়েছে ৷ এই আবাসে বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584