করোনা যুদ্ধে সামিল হয়ে দুঃস্থদের সাহায্যে এলেন সতীশ ময়রা

0
310

নবনীতা দত্তগুপ্ত, ওয়েব ডেস্কঃ

বিশ্বে মহামারী করোনার প্রকোপ থেকে দেশকে বাঁচাতে জারি হয়েছে লকডাউন। যার ফলে নানা ক্ষেত্রের সমস্যা আজ মাথা চাড়া দিয়েছে। চারিদিক বন্ধ থাকায় অনাহারেও ভুগছে অগণিত গরিব মানুষ। তাই অভুক্ত অগণিত দুঃস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার।

Satis Mayra | newsfront.co
নিজস্ব চিত্র

এমনকি এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। কিন্তু এ ভাবে কতদিনই বা চলবে ? কবে আবার সব আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরবে জনজীবন তা জানা নেই কারো।…

Rice distribute | newsfront.co
নিজস্ব চিত্র

তবে এবার এই সকল দুঃস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সতীশ ময়রা। মূলত মিষ্টির জগতে তিনি এক প্রতিষ্ঠিত নাম। করোনার বিরুদ্ধে যুদ্ধে এবার শামিল তিনিও। গার্ডেনরিচ অঞ্চলের প্রকৃত হত দরিদ্র মানুষদের পাশে বরাবর আছেন তিনি।

আরও পড়ুনঃ ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা অনুদান দিলেন পঞ্চায়েত সমিতির সদস্যরা

এর পাশাপাশি আদ্যাপীঠে প্রতিদিন যে সংখ্যক লোক অন্নগ্রহণ কিংবা যাকে আমরা বলি অতিথি নারায়ণ সেবা চলে, এবার তাঁদের জন্য নববর্ষের দিন ৫০০ কিলো চাল দিলেন সতীশবাবু । এমনকি এর পাশাপাশি আগামী দিনেও গরিব দুঃখীদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here