এবার ক্রাইম থ্রিলারের পথে সত্যজিৎ

0
209

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

কলকাতা শহরে ঘটে চলা কিছু ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে একটি ক্রাইম থ্রিলার। যা খুব শীঘ্রই দর্শকের দরবারে নিয়ে আসতে চলেছেন পরিচালক সত্যজিৎ দাস। ছবির নাম ‘হাশ আপ’। মিয়া এবং মিলা-এই দুই বোনের গল্পকেই কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবি।

কলকাতা শহরে হঠাৎ বেশ কয়েকজন পতিতা রাতারাতি নিখোঁজ হয়ে খুন হয়ে যায়। গত ছয় মাসে মোট দশ জন মেয়ে নিখোঁজ হয়। মিলা তাদের মধ্যে অন্যতম। মিলা বেঁচে আছে না মারা গেছে, তা জানে না দিদি মিয়া। তাহলে কীভাবে মিয়া ওই নরক থেকে উদ্ধার করবে নিজের বোন মিলাকে? বাকি পতিতাদের খুনের রহস্য কি উন্মোচন করতে পারবে মিয়া? এই সব প্রশ্নের উত্তর রয়েছে সত্যজিতের নতুন ছবি ‘হাশ আপ’এ।

আরও পড়ুনঃ ছোটপর্দায় বিমল করের ‘বালিকা বধূ’

আরও পড়ুনঃ আকাশে ফিরছে দুটি ধারাবাহিক

এর আগে সত্যজিৎ দাস পরিচালত ছবি ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’ দেশে বিদেশে বহুবার পুরস্কৃত হয়েছে। সেই ছবিতে মা-ছেলের অটুট বন্ধনকে দর্শায়িত করেছেন পরিচালক। ঠিক তেমনই ‘হাশ আপ’ এও দুই বোনের ভালোবাসার সম্পর্ককে এক সুঁতোয় গেঁথেছেন পরিচালক।

সত্যজিৎ দাস পরিচালিত ইংরেজি ভাষার এই ছবিতে অভিনয় করেছেন রত্না ধর, দেবর্ষি রায় কারফর্মা, অর্ণব দাস, সাথী নাগ সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here