এবার ঘরে বসেই দেখতে পাবেন সত্যজিতের খেরোর খাতা

0
531

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

চলচ্চিত্র ও সাহিত্য-প্রেমীদের জন্য সুখবর। এবার ঘরে বসেই সত্যজিৎ রায়ের খেরোর খাতা দেখার সুযোগ পাবেন সকলে। প্রত্যেক ছবি তৈরি করার সময় একটি খেরোর খাতায় সেই ছবির শুরু থেকে শেষ সবটা লিখতেন পরিচালক সত্যজিৎ রায়। তিনি ছবির খুঁটিনাটি সংলাপ থেকে শুরু করে নাচ-গানের দৃশ্য, স্পেশ্যাল এফেক্টস লিপিবদ্ধ করতেন এই খেরোর খাতাতে। এই খাতাটি লাল খেরোর কাপড় দিয়ে বাঁধানো একটি নোটবই। তাই একে খেরোর খাতা বলা হয়ে থাকে। তিনি একেকটি সিনেমার জন্য একেকটি খেরোর খাতা ব্যবহার করতেন।

Satyajit Roy
সৌজন্যেঃ টেলিগ্রাফ

সত্যজিত রায়ের এই খেরোর খাতা নিয়ে সাধারণ মানুষের উৎসাহ বরাবরের। তাই এবার সকলের জন্য উদ্যোগ নিয়ে একটি ওয়েবসাইট exploreray.org তৈরি করলেন কিছু পরিশ্রমী মানুষ। এই ওয়েবসাইটে গেলেই মিলবে সত্যজিৎ রায়ের খেরোর খাতা।

Satyait
ছবি: সংগৃহীত

শুধু তাই নয়, ওয়েবসাইটটিতে গেলে গান শোনা যাবে, ছবি দেখা যাবে, স্ক্রিপ্ট পড়া যাবে বাংলা ও ইংরেজি দু’টি ভাষাতেই। সেন্টর ফর নিউ মিডিয়ার (টিসিজি সেন্টর ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির এটি একটি শাখা), সত্যজিৎ পুত্র পরিচালক সন্দীপ রায়, মৃণাল সেনের পুত্র কুণাল সেন ও পূর্ণিমা দত্তর উদ্যোগে অবশেষে ওয়েবসাইটটি সম্পূর্ণ রূপ পেয়েছে।

Goopy Gyne
ছবি: সংগৃহীত
Kheror Khata
ছবি: সংগৃহীত

আরও পড়ুনঃ স্মরণে উত্তমঃ সংগৃহীত টুকরো স্মৃতি

এই ওয়েবসাইটে আপাতত পাওয়া যাবে সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘গুপি গাইন বাঘা বাইন’-এর জন্য ব্যবহৃত দু’টি খেরোর খাতা। যে দু’টি বইয়ের আকার দিয়ে আপলোড করা হয়েছে। প্রথম খাতায় রয়েছে ছবিটি তৈরির যাবতীয় তথ্য। নাচের দৃশ্যের যে অংশটা এই ছবিতে রয়েছে সেটি পাওয়া যাবে দ্বিতীয় খাতায়। প্রায় ৯০ পাতা ধরে ছবির বর্ণনা লিখেছিলেন সত্যজিৎ রায়। শুটিং চলাকালীন সহকারীরা খেরোর খাতায় শট নম্বর বসিয়ে সম্পূর্ণ বিবরণ লিখে রাখতেন। এছাড়া ছবিতে ব্যবহৃত সম্পাদনা, নেপথ্য সংগীত, সাউন্ড ও স্পেশ্যাল এফেক্টের যাবতীয় খোঁজখবর পাওয়া যাবে এই খাতায়।

Goopy Gyne Bagha Byne
ছবি: সংগৃহীত

আরও পড়ুনঃ মরণোত্তর অঙ্গদান করলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, কিছুদিন আগে মৃণাল সেনের পুত্র কুণাল সেন সোশ্যাল মিডিয়ায় মৃণালবাবুরও কিছু শর্টফিল্ম দিয়েছে। বাবার কাজটা এভাবে সকলে মিলে সবার সামনে আনতে পেরে আপ্লুত কণাল। প্রথম খেরোর খাতা মানুষের কতখানি পছন্দ হয়, সেটা দেখার পরই তাঁরা অন্যান্য খেরোর খাতাও ওয়েবসাইটে দেবেন বলে জানান কুণাল সেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here