ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
ঈদ উল-ফিতরের ৫ দিনের (২৩-২৭মে) ছুটিতে দেশব্যাপী ২৪ ঘন্টা কারফিউ ঘোষণা করল সৌদি আরব সরকার। মঙ্গলবার সৌদি আরবের অন্তর্বর্তী মন্ত্রণালয় করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য এই ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।
#WATCH: Arab News’ @HussamMayman reports on latest #Coronavirus figures in Saudi Arabia and #Eid restrictions announced by the interior ministryhttps://t.co/EBbDk0AO2S pic.twitter.com/KTKprHz0pO
— Arab News (@arabnews) May 12, 2020
এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে মক্কা ছাড়া অন্যান্য জায়গায় ততদিন পর্যন্ত অর্থনৈতিক লেনদেন ও মানুষের যাতায়াত সকাল ৫ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চালু থাকবে।তবে মানুষ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস ও চিকিৎসার উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরোতে পারবে। তবে মক্কায় এখন কারফিউ চলছে।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে এখন পর্যন্ত দেশে মোট ৪২৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। তারমধ্যে ২৭৪০৪ জনের অ্যাকটিভ কেস রয়েছে ও ১৪৭ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যু হয়েছে ২৬৪ জনের। তবে আশার খবর এটাই যে রিকভারির হার দেশে অনেকটাই বেশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584