নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে লোকসভায় ব্যাঙ্কিং রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে বক্তব্য পেশ করার সময় তৃণমূল সাংসদ সৌগত রায়, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উদ্দেশে একটি ব্যক্তিগত মন্তব্য করেন। সংসদের কার্যবিবরণী থেকে সেই মন্তব্য বাদ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি দাবি করেছেন, সৌগত রায়কে ক্ষমা চাইতে হবে।
লোকসভায় সৌগত রায় ব্যাংকিং রেগুলেশন বিল নিয়ে বক্তব্য রাখার সময় বলেন “দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে নির্মলা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।” সঙ্গে সঙ্গে কয়েকজন সংসদ এই মন্তব্যের বিরোধিতা করেন। তাঁরা বলেন, সৌগতবাবু মহিলাদের অপমান করেছেন। স্পিকার ওম বিড়লা নির্দেশ দেন, লোকসভার কার্যবিবরণী থেকে এই মন্তব্য বাদ দিতে হবে। সৌগত রায় জানান, তিনি কোন অসংসদীয় মন্তব্য করেননি।
আরও পড়ুনঃ ভারতীয় সংস্কৃতি-আইন সমলিঙ্গে বিবাহকে সমর্থন করে না, আদালতে জানালো কেন্দ্র
সোমবার সকালেই লোকসভায় একটি প্রস্তাব পাশ করানো হয়। তাতে বলা হয়, এবারের অধিবেশনে কোনো প্রশ্নোত্তর পর্ব থাকবে না। বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিলেন বিরোধীরা। তাঁদের বক্তব্য ছিল, সংসদে সরকারকে প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ বাদল অধিবেশনের প্রথম দিনই বড়সড় উদ্বেগ, করোনা সংক্রমিত ২৫ সাংসদ
এদিন লোকসভায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, “সরকার প্রশ্ন করাকে ভয় পায় না। এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, কোনও রাজ্যের বিধানসভা একদিনের জন্যও বসতে পারেনি। আমরা সেজায়গায় ৮০০-৮৫০ জন এমপিকে নিয়ে অধিবেশন করছি। সরকারকে প্রশ্ন করার আরও নানা উপায় আছে। সরকার প্রশ্নকে ভয় পাচ্ছে না।”
সংসদের এবারের অধিবেশন দৈনিক চার ঘণ্টা করে। সপ্তাহে সাতদিনই অধিবেশন চলবে। শুধু মাত্র লিখিতভাবে প্রশ্ন করা যাবে,লিখিতভাবেই তার জবাবও দেওয়া হবে। এদিন কংগ্রেস এমপি অধীররঞ্জন চৌধুরি লোকসভায় বলেন, “লোকসভায় কোয়েশ্চেন আওয়ারই হল গোল্ডেন আওয়ার। আপনারা বলছেন, এই পরিস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব তুলে দিতে হবে। আপনারা গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে মারতে চাইছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584