কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের গোপীবল্লভপুরের আদি ফাইভ রাইফেলে ফ্রেণ্ডস ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন হল শনিবার। এদিন গোপীবল্লভপুরের চেকপোষ্ট থেকে আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পদযাত্রা করা হয়। তার পরে আদি ফাইভ রাইফেলে ফ্রেণ্ডস ক্লাবের ৪২ তম শ্যামা পুজোর ফিতে কেটে পুজোর উদ্বোধন করলেন বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।
এদিন তিনি বলেন,”আমরা জন্মগ্রহণ করার পর থেকে আমাদের একটা আওয়াজ হয়। প্রথম যে উচ্চারণ টা হয় সেটা হচ্ছে মা। দুর্গাপুজাের সময় পদ্মফুল লাগে। তাই ২০২১ এ এরাজ্যে আপনাদের পদ্ম ফুল ফোটাতে হবে।আমার গোপীবল্লভপুরের মানুষদের কাছে ও আমি সবার কাছে অনুরোধ করব, যে লোকাল দোকানদারদের কাছ থেকে প্রদীপ কিনুন, লোকাল হাঁড়ি ব্যবহার করি , লোকাল সরঞ্জাম ব্যবহার করি৷ কাপড় ব্যবহার করি৷ লোকাল সবকিছু যদি আমরা ব্যবহার করতে পারি একদিন আমাদের এই বাংলা ও ভারতবর্ষ অনেক এগিয়ে যাবে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় তিন দশকেরও বেশি সময় মূর্তি গড়ছে এই পরিবার
তাই আমি শুধু বলব, এই ঝাড়গ্রামের উন্নতি করতে হলে আপনাদের এই গ্রামের ছেলেটা যাকে আজ গোটা ভারতবর্ষ চেনে এই দিলীপ ঘোষকে পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটিয়ে মুখ্যমন্ত্রী করতে হবে। যার নেতৃত্বে মানুষ পশ্চিম বাংলায় স্বাধীনতা ফিরে পাবে।
আমরা কি তাকে চাইবো না! এই ঝাড়গ্রাম থেকে এই আপনাদের পাড়ার ছেলে দিলীপ ঘোষ যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয় সেটা কি আমরা চাইবো না! সেটা আমাদের চাইতেই হবে। মা কালীর কাছে আমার প্রার্থণা যে, মা এবার দিলীপ বাবু আমাদের বাংলার যেন মুখ্যমন্ত্রী হয়।”
আরও পড়ুনঃ শিশু দিবস উপলক্ষে বড়িষা গ্রামের ছোট ছেলেমেয়েদের বিনামূল্যে চিকিৎসার অঙ্গীকার কোলাঘাটের চিকিৎসকের
এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সম্পাদক অনুরণ সেনাপতি, ঝাড়গাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি, সাধারণ সম্পাদক অবনী ঘোষ যুব মোর্চার ঝাড়গাম জেলা সভাপতি চন্দনেশ্বর সেনগুপ্ত মহিলা মোর্চার সভাপতি রিমঝিম মিত্র সহ পুজো কমিটির সদস্য ও বিশিষ্ট জনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584