মা-বাবাকেও ছাড়ছে না নেট নাগরিকবৃন্দ, সামাজিক মাধ্যম থেকে তাই বিরতি সৌরভের

0
89

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নেট দুনিয়ায় তাঁকে উদ্দেশ্য করে কুমন্তব্য থামি থামি করেও থামে না। আর ছেলেকে ঘিরে সারাদিন কুমন্তব্য দেখে আর পড়ে চুপ করে বসে থাকতে পারেন না বাবা-মা।

Sourav Das
ছবি সৌজন্যেঃ সৌরভের ফেসবুক

ফলে, তাঁরা প্রতিবাদের উত্তর দিয়ে ফেলেন। আর তাতেই ঘটে বিপত্তি। তাঁদেরও নানান অপমানজনক কথায় ভরিয়ে দেয় নেট নাগরিকবৃন্দ। যেন তাদের হাতেই বিচার-বিবেচনার দায়িত্ব কেউ ছেড়ে দিয়েছে।…

SauravDas family
মা-বাবা-বোনের সঙ্গে সৌরভ দাস, ছবি সৌজন্যেঃ ফেসবুক

সম্প্রতি ঝাড়গ্রামে বেড়াতে গিয়েছেন অভিনেতা সৌরভ দাস। সঙ্গে গিয়েছেন তাঁর সহকারী। আসন্ন কিছু কাজ পাক্কা। চরিত্রও স্থির। আর সেই সব চরিত্র নিয়ে একটু ভাবার জন্য স্থির চিত্তে সবুজের কাছাকাছি থাকা দরকার বলে মনে করেন সৌরভ। তাই সবুজের কাছাকাছি আছেন তিনি।

Saurav Das Insta post
বিদায়ী পোস্ট

আর সেখান থেকেই ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট দিয়েছেন সৌরভ। জানিয়েছেন- “সম্ভবত এটা আমার শেষ পোস্ট। কয়েক দিন বাদে আবার ফিরব। তত দিনের জন্য বিদায় বন্ধুরা। সুস্থ থাকবেন, ভাল থাকবেন।” নীচে হ্যাশট্যাগে লেখা ‘সোশ্যাল ডিটক্স’।

আরও পড়ুনঃ ফের খল চরিত্রে ভাস্বর, ‘শ্রী কৃষ্ণভক্ত মীরা’-তে ভৈরবনাথ রূপে আসছেন অভিনেতা

সূত্রের খবর, সৌরভ সিদ্ধান্ত নিয়েছেন, যদি তিনি আবার ফিরে আসেন ফেসবুক ও ইনস্টাগ্রামে, তা হলে নিজে আর সেটির দায়িত্বে থাকবেন না। জনসংযোগ টিমের হাতে ছেড়ে দেবেন নিজের সব প্রোফাইল। ফেসবুক বা ইনস্টাগ্রামের কোনও প্রোফাইলই নিষ্ক্রিয় করবেন না তিনি। জাস্ট ‘লগ আউট’ করবেন। তাতে মানুষ তাঁকে দেখতে পাবেন বটে। কিন্তু তিনি সেখানে উপস্থিত থাকবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here