করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে সাউরি গ্রাম

0
47

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কিছুদিন আগেই স্বাভাবিক ছন্দে ছিল পশ্চিম মেদিনীপুরের সাউরি গ্রাম। হঠাৎ করোনা আবহে স্বাভাবিক ছন্দ হারায় গ্রামটি।নেমে আসে আতঙ্কের ছায়া ।প্রশাসনের তৎপরতায় গৃহবন্দি হয়ে পড়ে মানুষ।বন্ধ হয়ে যায় দোকানপাট এমনকি গ্রামে ঢোকার চারিদিকে রাস্তাও। এবার সেই আতঙ্কের ছায়া কাটিয়ে বর্তমানে প্রায় স্বাভাবিক ছন্দে ফিরেছে সাউরি গ্রাম।

market | newsfront.co
নিজস্ব চিত্র

খোলা রয়েছে মাছ, সবজির দোকান থেকে যাবতীয় অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। গ্রামে ঢোকার রাস্তা খুলে দেওয়া হয়েছে। ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। অবাধে যাতায়াত শুরু হয়েছে।পুলিশে পুলিশে ছেয়ে যাওয়া সেই গ্রামে এখন আর পুলিশের দেখা নেই।পাহারা দিয়ে বসে থাকতে দেখা যায়নি তাদের।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কের মধ্যে মালদহে উদ্বেগ বাড়াচ্ছে নদী ভাঙন

তবে বর্তমান অবস্থার কথা ভেবে মানুষের সুরক্ষার জন্য যেটুকু করা প্রয়োজন মাঝে মধ্যে এসে দেখে যান তারা। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, এমন কি সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত কাজ করছে কিনা সে ব্যাপারে নজর রাখছে পুলিশ প্রশাসন।তবে আইনের কড়াকড়ি এখন আর সেই অর্থে নেই।

নিত্য প্রয়োজনীয় জিনিস গুলি পাচ্ছে এলাকাবাসীরা। এলাকার মৎস্য ব্যবসায়ী সুবল রাউত ও সবজি ব্যবসায়ী স্বপন ধাড়ারা জানান -“প্রায় ১০-১৫ দিন হল আমরা দোকান খুলে বসেছি ।এখন আর আগের মতন আতঙ্ক নেই। অনেকটাই স্বাভাবিক এলাকা ।”

আরও পড়ুনঃ নীলগাই উদ্ধার চোপড়ার চা বাগানে

বাজার করতে আসা এলাকাবাসী খদ্দেরদের মধ্যে একজন বাবলু পালের বক্তব্যও একই রকম।তবে তার মতে, সপ্তাহে দুই-তিন দিন বেরিয়ে নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ বাজারটাই তারা করে নেন।কারণ, এখনো পর্যন্ত এলাকার আতঙ্ক কাটলেও চারিদিকের যে পরিস্থিতি তা ভালো নয়। তাই নিজেরা নিজেদের নিরাপত্তার কথা ভাবছেন ।

সাউরি বাজার কমিটির সভাপতি স্বপন মাইতি জানান -“সাউরি এলাকার মানুষ সচেতন, শিক্ষিত। তাই ভয়-ভীতি তেমন একটা নেই ।তবে ব্যাপারটাকে নিয়ে যেভাবে প্রচার করেছিল কিছু কিছু সংবাদ মাধ্যম তাতে কোন কিছুর সঙ্গে সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছিল না।তবে যাই হোক বর্তমান আমরা সেই পরিস্থিতি কাটিয়ে প্রায় স্বাভাবিক ছন্দে ফিরেছি সেটা যে কেউ দেখলেই লক্ষ করতে পারবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here