নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
খুলেছে হোটেল রেস্তোরাঁ, খুলেছে শপিং মল, বাজারহাট এমনকী আংশিক সময়ের জন্য খোলা থাকছে বহু পার্লারও৷ শুধু খোলা নেই স্কুল-কলেজ, সিনেমা হল৷ বন্ধ স্কুলেই স্কুলের গণ্ডি পার করে ফেলল পড়ুয়ারা।
ওদিকে হল বন্ধ থাকায় একের পর এক সিনেমা বড় পর্দার জন্য তৈরি হয়েও চলে যাচ্ছে ওটিটি-তে৷ আবার কত ছবি অপেক্ষা করছে সিনেমা হল খোলার জন্য। কত মানুষ আজ কর্মহীন, যারা সিনেমা হলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।….
সিনেমা হল খোলার দাবিতে ফের একবার সোচ্চার হয়েছেন বিনোদন দুনিয়া৷ অভিনেত্রী রূপা ভট্টাচার্য তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন -“সিনেমা হল বাঁচান, বাংলা সিনেমা বাঁচান।” অভিনেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। শতদীপ সাহা লিখেছেন- “Save Cinemas
Cinema ke bachiye rakhte hobe … industry ta ke bachiye rakhte hobe”…
আরও পড়ুনঃ নতুন পথে জুন আন্টি, ঊষসী খুললেন নিজের ইউটিউব চ্যানেল
এর আগেও সিনেমা হল খোলার আবেদনে সোচ্চার হয়েছেন বিনোদন দুনিয়ার বহু ব্যক্তিত্ব। একইসঙ্গে এই আবেদনের পথে হেঁটেছেন অন্যান্য পেশার মানুষজনেরাও৷ সিনেমা হল মানেই শুধু হিরো-হিরোইন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আরও বহু মানুষ। তারাও আজ অসহায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584