নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ
পুরুলিয়া জেলার প্রাচীন সংস্কৃতির স্তম্ভ ছৌ নাচ, যা দেশে বিদেশে সর্বত্র সমাদৃত। কিন্তু করোনা পরবর্তী পরিস্থিতিতে এই ছৌ শিল্পীরাও রয়েছেন বেশ কিছুটা সমস্যায়। করোনা, তাই কমেছে অনেক অনুষ্ঠান। স্বাভাবিক ভাবেই তাঁদেরও কাজ কমেছে।
এই পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন পুরুলিয়া জেলার বরাবাজার থানা কর্তৃপক্ষ। পথ নিরাপত্তা ও সচেতনতা সংক্রান্ত রাজ্য সরকারি প্রকল্প ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর ৫ম বার্ষিকী উদযাপনে তাঁরা সামিল করেছেন এই স্থানীয় ছৌ শিল্পীদের।
ছৌ নাচের আঙ্গিকে শিল্পীরা তুলে ধরলেন পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বার্তা। ফলে স্থানীয় ছৌ শিল্পীরা তাঁদের শিল্প প্রদর্শনের জন্য ছোট হলেও কিছুটা পরিসর পেলেন। পারফরম্যান্স আর্টের সঙ্গে জড়িত শিল্পীদের ক্ষেত্রে যা অত্যন্ত প্রয়োজনীয় তাঁদের মানসিক সন্তুষ্টির জন্য। এছাড়া সামান্য হলেও আর্থিক সহায়তা যা এই পরিস্থিতিতে খুবই প্রয়োজন।
আরও পড়ুনঃ করোনা সচেতনতা প্রচারে পাঁচ বছরের বেলুন বিক্রেতার ভিডিওতে আপ্লুত নেটদুনিয়া
বরাবাজার থানার আধিকারিক জানালেন, তাঁরা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’’ বার্ষিকী প্রতি বছরই উদযাপন করে থাকেন। এর আগে পথ সচেতনতার জন্য স্থানীয় মানুষদের নিয়ে পথনাটিকার মাধ্যমেও মানুষকে সচেতন করতে চেয়েছেন পথ নিরাপত্তা বিষয়ে। যেমন, সর্বদা হেলমেট পরে বাইক চালানো, ওভার স্পিডিং না করা অর্থাৎ নিজের এবং অন্যের নিরাপত্তা দুটিই খেয়াল রাখার কথা তাঁরা বারেবারে বলেন। এবারে ছৌ নাচের মাধ্যমে তা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584