নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ডাকে ১৯-২৬ আগষ্ট প্রতিবাদ সপ্তাহ চলছে গোটা রাজ্যে। মঙ্গলবার ছিল সর্বসাধারণের প্রতিবাদ দিবস। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সহ হলদিয়া,কাঁথি,মহিষাদল,এগরা সহ জেলার ২২ টি এলাকায় পদযাত্রা ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির অভিযোগ শিক্ষানীতিতে ১ম ও ২য় শ্রেণীকে পরিকাঠামোহীন আই সি ডি এস-এ যুক্ত করা হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণিকে যুক্ত করে মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে,৪ বছরে ৪০ টি বিষয়ে সেমিস্টার দিতে হবে।৪ বছরের ডিগ্রী কোর্স নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকে ইংরেজীর গুরুত্ব কমিয়ে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে।শিক্ষার বেসরকারীকরণ করার তোড়জোড় চলছে। এই শিক্ষানীতিতে সিলেবাসে পুরোনো অবৈজ্ঞানিক চিন্তা ধারা ফিরিয়ে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষানীতিতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি ঘটছে না। এর প্রতিবাদেই অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সপ্তাহ ব্যাপী প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূল বিরোধী ভোট একত্রিত করার নির্দেশ সূর্য মিশ্রের
গত ১৮ই আগস্ট থেকে প্রতিবাদ চলছে। ১৮ তারিখ মিছিল করে তমলুকে বিক্ষোভ দেখিয়েছে সংগঠন। আজ জেলার সর্বত্র কোথাও বিক্ষোভ মিছিল কোথাও সংগঠনের তরফ থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপে অনলাইন প্রতিবাদ জানানো হয়। তমলুকের রাজাবাজার থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রার নেতৃত্ব দেন শিক্ষক নেতা তপন জানা, সুতি রাউৎ,বাসুদেব দাস, শম্ভু মান্না,সতীশ সাউ,নারায়ণ মান্না প্রমুখ ৷
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে ধর্ষিতার পাশে তৃণমূল জেলা নেতৃত্ব
সেভ এডুকেশন কমিটির তমলুক শাখার সম্পাদক শিক্ষক সুমিত রাউত জানান, আজকের এই প্রতিবাদ সারাদেশে চলছে। তার সঙ্গে তমলুক, নোনাকুরি, মেচেদা, পাঁশকুড়া, হলদিয়া,কাঁথিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। অনলাইন প্রতিবাদ জানিয়েছে। আমরা তাই দাবি করছি সরকার এই জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে প্রত্যাহার করুক।যদি এই শিক্ষানীতি প্রত্যাহার না করে তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584