নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

জেলা প্রশাসন ও বন দপ্তরের যৌথ উদ্যোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে, ‘সেভ গ্রীন, ক্লিন স্টেট, এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেল চারটে নাগাদ, মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। প্রায় ৬৫টি বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল, বনদপ্তর এর ডি এফ ও অংশু যাদব, অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদক, জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক সৈয়দ শাজাহান সিরাজ,রাজ্য মহিলা কমিশনের সহ-সভানেত্রী মৌসম বেনজির নূর, বিধায়ক সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য অতিথিরা।

এদিন বিকেল চারটার সময় বৃন্দাবনী ময়দান চত্বরে প্রায় ৬৫ বৃক্ষ রোপন করা হয়। আগত অতিথিরা বৃক্ষ রোপন করেন সেখানে। এরপর সবুজ বাঁচানোর লক্ষ্যে মানুষকে সচেতন করতে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ দুর্ঘটনা প্রবন এলাকায় স্কুল, সিভিক ভলেন্টিয়ার মোতায়েনের আর্জি
মিছিলে পা মেলান অনুষ্ঠানে আগত অতিথিরা এবং বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা কলেজ অডিটরিয়াম এলাকায়। এদিন মালদা কলেজ অডিটরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584