নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অবলুপ্তপ্রায় গোসাপের প্রাণ বাঁচিয়ে নজির গড়লেন সবংয়ের এক স্কুল শিক্ষক। ঘটনা পশ্চিম মেদিনীপুর সবংয়ের ৪নং দশগ্রাম অঞ্চলের রামচক গ্রামে।রামচক গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মাইতি পেশায় শিক্ষক। ইংরেজি মাধ্যমের শিক্ষকতা করেন খাকুড়দা গাঙ্গুরিয়া জুনিয়র হাইস্কুল কর্মরত শিক্ষক।আজ বাড়ির জলাশয় এর সামনে একটি গোসাপ জালে জড়িয়ে থাকা অবস্থায় ছটপট করতে দেখেন।দেখতে পেয়েই ছুটে বাড়ি থেকে কাঁচি নিয়ে এসেই নেমে পড়লে উদ্ধার কাজে।সাধ্যমত চেষ্টা চালিয়ে জাল কেটে উদ্ধার করে গোসাপটিকে সযত্নে নিরাপদ আশ্রয়ে ছাড়েন।
বিশ্বজিৎ মাইতি বাবু এই প্রসঙ্গে বলেন, শুধু আমি নয় এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।কারন দিকে দিকে এই প্রাণীরা অবলুপ্তের পথে আগের মতো দেখা যাচ্ছে না।কিছু কতিপয় ব্যাক্তি এগুলোকে মেরে নিজেদের স্বাদ উপভোগ করছে।
আরও পড়ুনঃ বিনপুরের শুকজোড় গ্রামের রাস্তা বেহাল, উদাসীন প্রশাসন
সমস্ত জনসাধারণের কাছে আমার অনুরোধ সবাই এগিয়ে আসুন প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে অবলুপ্ত প্রাণীদের রক্ষা করার বার্তা দেন। বিশ্বজিৎ মাইতি বাবুর একাজে পরিবেশপ্রেমী সহ এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584