নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দক্ষিণ পশ্চিম দিল্লির মতিবাগ অঞ্চলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এক ১৬ বছরের কিশোরী খুন হলো তার প্রতিবেশীর হাতে, মেয়েটির মা দেখতে পেয়েছিলেন আততায়ী তাড়া করে যাচ্ছে একটি মেয়েকে কিন্তু সে যে তাঁর নিজেরই সন্তান তা বুঝতে পারেননি তিনি।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম দিল্লির মতিবাগের জেজে ক্লাস্টারে। ১৬ বছরের জন্মদিনের আগেই জীবন থমকে গেল ওই কিশোরীর। জানা গিয়েছে, প্রতিবেশী প্রদীপ নামে এক যুবক গত আট মাস ধরে ওই কিশোরীকে অনুসরণ করতো, এই ঘটনা জানতে পেরে কিশোরীর বাবা একদিন চড় মারেন প্রদীপকে। তারই প্রতিশোধ নিতে কিশোরীকে হত্যা করে প্রদীপ।
আরও পড়ুনঃ কুয়োয় পড়ে যাওয়া বালিকাকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন পড়ে গেলেন কুয়োয়, মৃত ৩
জানা গিয়েছে, মৃতা কিশোরী মার্শাল আর্টে যথেষ্ট দক্ষ, এক ডজনেরও বেশি তায়কোণ্ডে মেডেল পেয়েছেন তিনি। কিন্তু আততায়ী পেছন থেকে আঘাত হানায় নিজেকে বাঁচানোর চেষ্টা করার সুযোগই পাননি তিনি। ২১ বছর বয়স্ক প্রদীপকে পুলিশ গ্রেপ্তার করেছে হরিয়ানার পালওয়াল থেকে, সেখানে তার দিদির বাড়িতে গা ঢাকা দিয়ে ছিল প্রদীপ। মৃতার মা প্রদীপের ফাঁসির দাবি জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584