নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্য স্তর থেকে ব্লক স্তর,ব্লক স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সমস্ত তৃণমূল নেতৃত্ব “দিদিকে বলো” কর্মসূচিকে নিয়ে কোমর বেঁধে নেমেছে,সেই দিকটা মাথায় রেখে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের গোপালীর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আজ খড়্গপুর ১ নম্বর ব্লকের সভাপতি নীলকন্ঠ আচার্য ‘দিদিকে বলো’ কর্মসূচিকে নিয়ে শনিবার একটি সাংবাদিক বৈঠকের করে।

আরও পড়ুনঃ ‘দিদিকে বলো’ প্রচারে পশ্চিম বর্ধমানের নেতারা
নীলকণ্ঠ বাবু বলেন, “এই দিদিকে বল কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি অভিযোগ আশা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে,আর আমরা আপ্রাণ চেষ্টা করব এই কর্মসূচিকে সফল করার।” অর্থাৎ বোঝাই যাচ্ছে গত লোকসভা ভোটের ফলাফলের পর রাজ্যে নেতৃত্বের উপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হয়েছে সেটাই বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584