মনিরুল হক, কোচবিহারঃ
মৃত্যু হল দিনহাটা কলেজে আক্রান্ত ১ম বর্ষের ছাত্র নিতাই দাসের।আজ সকালে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা কলেজের ভিতরে ঢুকে কলেজের প্রথম বর্ষের ছাত্র নিতাই দাসকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ।
ঘটনায় গুরুতর জখম নিতাই দাসকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি কড়া হয়।কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়।আজ তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।মৃত্যু খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে দিনহাটায়। কোচবিহার থেকে মৃত ওই কলেজ ছাত্রের দেহ দিনহাটায় নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
কলেজের ভিতরে ছাত্রকে মারধরের ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে গতকালকেই গ্রেফতার করে পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত পাঁচ জনের নাম আসিফ আলি, মনিরুল খন্দকার, দেবাশিস রায়, শশাঙ্ক দাস এবং বিল্টু কর্মকার। গতকাল দিনহাটা শহরে দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামে ছাত্রছাত্রিরা।আজ কলেজের মধ্যে ছাত্র মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে।কোচবিহার থেকে তাঁর দেহ দিনহাটায় নিয়ে যাওয়া হচ্ছে।
সম্প্রতি কোচবিহার কলেজের ছাত্র মাজিদ আনসারিকে প্রকাশ্যে দিনের বেলা গুলি করা হয়।এরপর শিলিগুড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর কোচবিহার শহরে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী জানিয়ে রাস্তায় নামে ছাত্রছাত্রিরা।পরে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মুন্না খান সহ বেশ কয়েকজন ছাত্র নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। দিনহাটার ঘটনার পর প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কোন গোষ্ঠীর নেতা মুখ না খুললেও মাদার- যুব’র লড়াইয়ের জেরেই এই ঘটনা ঘটেছে বলে রাজনৈতিক মহলের ধারনা।আহত ঐ ছাত্র নিতাই দাস তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।অন্যদিকে অভিযুক্তদের অনেকেই তৃণমূলের মাদার গোষ্ঠীর কর্মী সমর্থক বলে জানা গিয়েছে।কাজেই ঐ ঘটনা নিয়ে দিনহাটায় দুপক্ষের বিরোধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।
আরও পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগে ঘিরে উত্তপ্ত আরামবাগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584