প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগে ঘিরে উত্তপ্ত আরামবাগ

0
917

নিজস্ব সংবাদদাতা,আরামবাগঃ

শিশুদের যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়।শনিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে পকসো আইনের বিচারক না থাকায় অন্য এক বিচারক তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।আবারো ৯ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।অন্যদিকে,এদিনই আদালতে নির্যাতিতাদের গোপন জবানবন্দি নেওয়া হয়।উল্লেখ্য,স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিন ছাত্রী কে প্রলোভন দেখিয়ে নিজের দোকানে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।এই ঘটনা এলাকার মানুষ জন জানতে পেরে রীতিমত ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবক কে বেদম প্রহার করে।তার দোকান ভাংচুর করে।

নিজস্ব চিত্র

শেষমেশ তাকে আহত অবস্থায় এলাকার বাসিন্দারাই পুলিশের হাতে তুলে দেন।ঘটনার দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে।ঘটনাটি ঘটে আরামবাগ পুরসভার ১৫নং ওয়ার্ড এর দৌলতপুর এলাকায় শুক্রবার বিকালে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সন্তোষ পাল।তার বাড়ি এই এলাকাতেই।সন্তোষ একজন মোজাইক করার মিস্ত্রি। তার একটি পাথরের দোকান আছে। অভিযোগ যে,এই দোকানেই তিন ছাত্রীকে ডেকে এনে যৌন নির্যাতন করে সে।আর সেই কারণে তার দোকানও ভেঙ্গে গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা।এদিন স্কুল ছুটির পর বিকাল সাড়ে তিনটে চারটে নাগাদ এই তিন স্কুল পড়ুয়া বাড়ি ফিরছিল।এরা সকলেই স্থানীয় একটি প্রাইমারি স্কুলে পড়া শুনা করে, এদিন বাড়ি ফেরার পথে সন্তোষ পাল নামক এই যুবক এই তিন ছাত্রী কে ডাকে। পরে তাদের একোরিয়ামে মাছ দেখানোর নাম করে তার দোকানে ডেকে নিয়ে আসে ও ভিতরে নিয়ে যায়। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে খিল দিয়ে দেয় যুবক, এর পরেই তাদের ওপর চালায় পাশবিক অত্যাচার। এর পরে তিন শিশু কন্যা কাঁদতে থাকে। তাদের কান্না কাটি দেখে সন্তোষ তাদের ছেড়ে দেয়।তাদের মধ্যে এক ছাত্রী বাড়িতে সব বলে দেয়। সে জানায় যে তার সাথে এবং আরও দুজনের সাথে সে এইরকম নোংরামি করেছে সন্তোষ।

নিজস্ব চিত্র

এর পরেই অভিযুক্ত সন্তোষ কে তার দোকান থেকে টেনে বের করে গণ ধোলাই দিতে শুরু করেন এলাকার বাসিন্দারা। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনা স্থলে আসে আরামবাগ থানার আই সি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশবাহিনী ও নামানো র‍্যাফ। উত্তেজিত জনতাকে শান্ত করে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।সন্তোষ কে আটক করে নিয়ে যায় পুলিশ।
এলাকার বাসিন্দারা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি করেছেন।পড়শী সেখ নাসির বলেন,” যে কাণ্ড করেছে এই সন্তোষ তার কঠোরতম শাস্তির দাবি করছি কারন আমারও বাচ্চা মেয়ে রয়েছে। এই অপরাধীর কঠোরতম শাস্তি না হলে এই অপরাধ দিন দিন বাড়তে থাকবে।” বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

আরও পড়ুনঃ একদিনে দুটি ঝুলন্ত দেহ উদ্ধার সিউড়িতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here