পিয়ালী দাস, বীরভূমঃ
সারের গাদায় পড়ে থাকা জিলেটিন স্টিকের বিস্ফোরণে আহত চতুর্থ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার ছোড়া গ্রামে। বালকের মা সান্তনা মেহেনা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মাঠে খেলতে যায় আহত বালক অভিজিৎ মেহেনা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা জানায় কিছু একটা বিস্ফোরণের কারণে অভিজিতের ডান হাত ঝলসে গেছে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের ডান হাতের দুটো আঙ্গুল হাত থেকে আলাদা হয়ে গেছে।
স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করে অভিজিতকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকেরা জানায় হাতের দুটি আঙুল কার্যত বিস্ফোরণে উড়ে গেছে এবং ডান হাতের কনুইয়ের ঠিক নিচের অংশে বেশ কিছুটা ক্ষত রয়েছে। গ্রামবাসীদের দাবি আহত বালকের বাবা স্থানীয় একটি পাথর খাদানে কাজ করে। ইতিমধ্যে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে কেন বিস্ফোরণে আহত বালকের বাবা ওখানে এই ধরনের বিস্ফোরক মজুদ রেখেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584