নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
তৃণমূলের জনসংযোগ যাত্রা কর্মসূচির অঙ্গ হিসাবে দিদিকে বলো শুরু হল কোচবিহার দক্ষিন বিধানসভা এলাকায়।
সোমবার কোচবিহার বিশ্বসিংহ রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী।
এদিন দলীয় কর্মীদের দলীয় প্রতীক সাদা গেঞ্জি,স্টিকার, লোগো, কার্ড প্রভৃতি বিতরণ করা হয়।এদিন চান্দামারি গ্রাম পঞ্চায়েতের দলছুট ২ গ্রাম পঞ্চায়েত সদস্য ফের তৃণমূলে যোগদান করে বলে দাবী মিহিরবাবুর।
আগামীকাল এই বিধানসভা কেন্দ্রের চান্দামারি এলাকায় এই কর্মসূচি রয়েছে।সেখানে কর্মীদের সাথে দেখা করার পাশাপাশি তারা একটি মিছিল সংগঠিত করবে বলে জানিয়েছেন মিহিরবাবু।
আগামীকাল থেকে গ্রামীণ এলাকায় এই কর্মসূচি শুরু হয়ে এরপর এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এই জনসংযোগ কর্মসূচি হবে। রাজ্যে বিজেপি মোকাবিলায় পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয়েছে তৃনমূলের দিদিকে বলো কর্মসূচি।এইদিন সেই কর্মসূচির সূচনা হয় কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রে।
আরও পড়ুনঃ জলঙ্গীতে ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচারে অভিযান তৃণমূলের
এই প্রসঙ্গে ওই কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী বলেন, “মমতা ব্যানার্জীর নির্দেশে সারা রাজ্যের সাথে আজ আমরা এই কর্মসূচির সূচনা করলাম।
তিনি বলেন দলীয় কর্মীদের সাথেই নয়, গ্রামীণ স্তরের সামাজিক কর্মীদের সাথে যোগাযোগ করব আমরা। প্রয়োজনে তাদের বাড়িতে রাত্রিবাস করে তাদের সাথে সখ্যতা গড়ে তুলতে হবে।” এই জনসংযোগের কর্মসূচির ফলে দল ফের ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584