জৈদুল সেখ,জীবন্তি, কান্দি, মুর্শিদাবাদ:-
গত বছরের নোটবন্দীর রেস যেন কিছুতেই কাটতে চাইছে না জীবন্তি একমাত্র ব্যাঙ্ক ” ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ” শাখায়। ছাত্র থেকে সাধারণত মানুষ এমনকি খুচরো ব্যবসায়ীদের একমাত্র ভরসা এই জীবন্তি ব্যাঙ্ক। কিন্তু টাকা জমা, তোলা এবং লোন পাওয়ার ক্ষেত্রে প্রায় মানুষের অভিযোগ ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে।
মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় সত্তর থেকে আশিটি সয়ম্বর গোষ্ঠী রয়েছে যেমন সোনালি গোষ্ঠী, সুহানা গোষ্ঠী, দূর্গা গোষ্ঠী, মনসা গোষ্ঠী ইত্যাদি। ইনাদের বক্তব্য “আমাদের ব্যবসা করার জন্য লোন দেওয়া হয়না, অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়। এস ডিও, বি.ডিও এমনি ডি এম কে জানিও কোনো সুরাহা না হওয়ার জন্য বাধ্য হয়ে ব্যাঙ্কে তালা মেরেছি।”বেলা বারোটার সময় ম্যানেজার এস সাউ আলোচনার জন্য বসতে রাজি হওয়ার পর, শান্ত হয় অবশেষ আলোচনা করে আগামী বুধবার পর্যন্ত সমস্ত প্রতিশ্রুতি পালনের কথা দেন।
সয়ম্বর গোষ্ঠির নেত্রী হাসিনা বানু বলেন – আমাদের দাবি পুরণ না হলে আবার তালা মারবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584