মনিরুল হক, কোচবিহারঃ
শীতলকুচির সভায় যাওয়ার পথে বাধার মুখে বিজেপি নেতা সায়ন্তন বসু। ১৪৪ ধারা ভেঙে শীতলকুচি ব্লকে ঢোকার চেষ্টা করার অভিযোগে সায়ন্তন বসুকে আটক করে পুলিশ। ১৪৪ ধারা থাকা স্বত্বেও সভা করতে যাওয়ার সময় বিজেপি নেতা সায়ন্তন বসু সহ বেশ কয়েকজন নেতৃত্বকে রাস্তায় আটকে দিল পুলিশ। রবিবার মাথাভাঙ্গা থানার সিতাই মোড় এলাকায় ওই বিজেপি নেতৃত্বদের আটক করা হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যান বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন শিতলকুচির গোসাইয়ের হাট এলাকায় বিজেপির একটি সভা ছিল। ওই সভা শুরুর আগেই পুলিশ আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে জানিয়ে ১৪৪ ধারা জারি করে। তারপরেও বিজেপি নেতা সায়ন্তন বসু, মালতী রাভা, নিত্যানন্দ মুন্সী সহ বেশ কয়েকজন নেতৃত্ব কোচবিহার থেকে গোসাইয়ের হাটের উদ্দেশ্যে রওনা হন।
এদিকে বিজেপি নেতৃত্বের রওনা হওয়ার খবর পেয়েই মাথাভাঙ্গা মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভেন্দু মন্ডল, সি আই প্রণব সাউ, আই সি প্রদীপ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সিতাই মোড় এলাকায় মোতায়েন থাকে। বিজেপির নেতৃত্বের গাড়ি সেখানে পৌছাতেই পুলিশ তাদের গাড়ি আটকে দেয়। এর পরে পুলিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। দীর্ঘ সময় ধরে ওই বিতণ্ডা চলার পর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে কয়েক ঘন্টা আটকে রেখে ব্যক্তিগত বন্ডে জামিনে নেন সায়ন্তন বসু সহ অন্যান্য নেতা নেতৃত্বরা।
এ প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি সভা করতে গিয়ে বাধা পাচ্ছে। আগে থেকে স্থানীয় থানায় জানানো সত্ত্বেও অধিকাংশ সভায় বাধা দেওয়া হয়। পাশাপাশি, কী কারণে ওই এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে তা জানতে চান বিজেপি নেতা। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। পুলিশের তরফে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে ওই এলাকায়। ১৪৪ ধারা ভাঙ্গার কারনে তাদেরকে আটক করা হয়। পরে তাদের ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584