নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
“বিপ্লব মিত্র অনুঘটক, নিষ্ক্রিয় ছিলেন চলে গেছেন। বিপ্লব মিত্র আমাদের দলের পতাকা গ্রহণ করেছিলেন। কিন্তু দলীয় কোন অনুষ্ঠান, মিছিল মিটিংয়ে থাকতেন না। ওনাকে আমরা কাজে লাগাতে পারিনি। উনিও কাজ করেননি।” দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র সম্পর্কে আলিপুরদুয়ারে এভাবেই তার প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু।
এদিন আলিপুরদুয়ারে দলীয় কর্মীদের নিয়ে তিনি বৈঠক করেন। বৈঠকের পর জেলা বিজেপি পার্টি অফিসে তিনি সাংবাদিক সন্মেলন করেন। এদিন সাংবাদিক সন্মেলনে সায়ন্তন বসু বলেন, ” চুরি, দুর্নীতি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না। তৃণমূল মানেই চুরি, দুর্নীতি, লুঠ। তাই বাংলার মানুষকে আমরা বলছি এভাবে রাজ্য চলতে পারেনা। তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।”
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় গুঁড়িয়ে গেল রবীন্দ্র মূর্তি
এদিন সাংবাদিক সন্মেলনে উত্তরবঙ্গে বিজেপি আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেন সায়ন্তন। সায়ন্তন বসু ছাড়াও এদিন সাংবাদিক সন্মেলনে বিজেপির জেলা সভাপতি গংগা প্রসাদ শর্মা, বিজেপির মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584