নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
বুধবার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে শিলিগুড়ি এলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এবং বলেন যে “কেরালায় কুস্তি,মারামারি করছে আর এখানে দোস্তি করছে।
কংগ্রেসের ভোট কমতে কমতে এখন এক থেকে দুই পারসেন্টে দাঁড়িয়েছে। সিপিএমের ভোট কমতে কমতে প্রায় শূন্যতে পড়েছে। এইসব জোট দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তিত নয়। বর্তমানে পশ্চিমবঙ্গে অত্যাচারি হিটলারি শাসন চলছে,পাচারের সরকার চলছে। তার বিরুদ্ধে একমাত্র বিজেপি লড়তে পাড়ে এইটা সত্য। আর কংগ্রেস ও সিপিএম তৃণমূলের হাত শক্ত করার জন্য এই জোট করছে।
এবং জোট করে ওই সব দলের কোন সুবিধা হবে না। কিন্তু তৃণমূলের কিছু সুবিধা হলেও হতে পারে। তবে মানুষ সেই সুবিধা হতে দেবে না। এর আগেও সিপিএম ও কংগ্রেস জোট করেছিল কি ফল হয়েছে? আর এই সব দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়েগেছে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূল তত জন বিচ্ছিন্ন হবে, বিজেপির কার্যকর্তাদের উপর হামলা চালাবে।
আরও পড়ুনঃ মিহির গোস্বামীর পর সিতাইয়ে বিস্ফোরক মন্তব্য আরও এক তৃণমূল বিধায়কের
এবং আমরা তার জন্য প্রস্তুত আছি। আর পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের হয়ে গরু পাচারের টাকা,কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়া। বিজেপি কর্মীদের মামলা দেওয়া ও খুন করা তার বাইরে আর কোন কাজ নেই পুলিশের। তৃণমূল দলটি টিকে কাছে দুটি স্তম্ভের উপরে। একটি সমাজবিরোধী স্মাগলারদের স্তম্ভ আর একটি পুলিশের স্তম্ভ। এইদুটো মেল বন্ধনে তৃণমূল কংগ্রেস টিকে আছে।
আরও পড়ুনঃ দাদার অনুগামী’র পাল্টা এবার ‘আমরা দিদির সৈনিক’ ব্যানারের দেখা মিলল নন্দীগ্রামে
আর আমরা সরকারে আসলে যদিও আমরা সরকারে আসবো যারা গরু পাচারকারের টাকা নিচ্ছে,কয়লা পাচারের টাকা নিচ্ছে এবং বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দিচ্ছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এরপর তিনি সোজা সড়ক পথ দিয়ে চলে যান শিলিগুড়িতে। সেখানে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584