রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেলেঙ্কারি হয়েছে, অভিযোগ সায়ন্তনের

0
61

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে কেলেঙ্কারি হয়েছে বলে তোপ দাগলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

sayantan basu | newsfront.co
নিজস্ব চিত্র

আজ মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমপান ঘূর্ণিঝড়ে প্রচুর কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। অথচ মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক বৈঠক নিয়মিত প্রচুর বাড়ি তৈরি করে দেওয়ার দাবি করতেন।’ মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি নেতার প্রশ্ন, এতো বাড়ি ভাঙল কি করে? তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা যা পশ্চিমবঙ্গে নাম পরিবর্তন করে “বাংলা আবাস যোজনা” হয়েছে তাতে কেলেঙ্কারি হয়েছে।

আমপানে বাড়ি ভাঙার ঘটনায় এটা প্রমাণিত বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো দাবি করেন, ‘যেহেতু এই প্রকল্পটি কেন্দ্রের প্রকল্প, ভারত সরকারের পক্ষ থেকে তাই সিবিআই তদন্ত করা হোক।’ তিনি উল্লেখ করেন, ‘যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা এই কেলেঙ্কারিতে জড়িত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক।’

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে কাজের খতিয়ান তুলে ধরলেন মৌসম

মুখ্যমন্ত্রী টুইট করে পরিযায়ী শ্রমিকদের পি এম কেয়ারস ফান্ড থেকে ১০ হাজার টাকা করে দেওয়ার আবেদন করেছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন ৪৫ লক্ষ শ্রমজীবী মানুষ পরিযায়ী শ্রমিক হয়েছেন? এই বিষয়টা ভেবে দেখার দরকার আছে।’ অন্যদিকে, তিনি আরো বলেন, ‘রাজ্যে ক্লাবগুলোকে যে ১৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে, তা ফিরিয়ে নিয়ে পরিযায়ী শ্রমিকদের দিন। তবে এই সব সমস্যা সমাধান হয়ে যাবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here