নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিজেপির কার্যালয়ে এসে রাজ্য বিজেপির পক্ষ থেকে ফের একবার বিজেপি বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
তার দাবি, ডাক্তারকে চাপ দিয়ে ময়নাতদন্তের রিপোর্ট বদলে ফেলা যায়। সিবিআই তদন্ত হলেই প্রকৃত সত্য জনসমক্ষে আসবে।
অন্যদিকে সিআইডি তদন্তের নামে তথ্য লোপাটের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন সায়ন্তন বসু। তিনি বলেন,রাজ্যে ১০৫ জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই সিবিআই তদন্তের দাবি তুললেও রাজ্য সিআইডি তদন্ততেই সিমিত থেকেছে।
আরও পড়ুনঃ মাদারিহাটে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার, গ্রেফতার পাচারকারী
ফলে কোন ক্ষেত্রেই প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া যায়নি। হেমতাবাদের বিধায়কের ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন বলেও দাবি করেন তিনি।
রাজ্য সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, হেমতাবাদের বিধায়কের মৃত্যুর পিছনে যদি সরকারের হাত না থাকে তাহলে সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিক।
আরও পড়ুনঃ করোনার জোড়ালো থাবা দক্ষিণ দিনাজপুরে
সব মিলিয়ে রাজ্যের তরফে ময়নাতদন্তের রিপোর্টকে সামনে রেখে যতই দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুকে আত্মহত্যা বলা হোক না কেন, বিজেপি যে নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরবে না তা কার্যত ফের একবার স্পষ্ট করে দেওয়া হল রাজ্য বিজেপির পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584