প্রতিবাদ মিছিলে শামিল হতে গিয়ে পুলিশি বাধার মুখে সায়ন্তন

0
39

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার শিমুলিয়া অঞ্চলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলাকালীন বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের মদতপুষ্ঠ দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই হামলায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক আহত হয়। এরই প্রতিবাদে শুক্রবার প্রতিবাদ মিছিল করে বিজেপি। উপস্থিত থাকার কথা ছিল রাজ্যে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও সুমন ব্যানার্জীর। কিন্তু পথে তাদের আটকায় পুলিশ।

Sayantan Basu | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে যোগদানে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকার ৪১ নম্বর জাতীয় সড়কের উপর তমলুকের এসডিপিও অতীশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও সুমন ব্যানার্জীর পথ আটকায়।

তখন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের বিজেপির কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তারই প্রতিবাদে আজ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। পুলিশ প্রতিবাদ মিছিল বন্ধ করতে পারে, কিন্তু আমার পথ আটকাতে পারে না। পূর্ব মেদিনীপুর জেলায় ঢুকতে গেলে কী ভিসা পাসপোর্ট লাগে? আসল কথা পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই।’

আরও পড়ুনঃ রাজ্যে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, মানতে নারাজ বেসরকারি হাসপাতাল সংগঠন

অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, কোনো জমায়েত করা চলবে না। সেক্ষেত্রে সায়ন্তন বসু বলেন, ‘আমরা তো মাত্র চারজন রয়েছি। আমার পথ আটকানোর জন্য তো বেশি লোক রয়েছে।’ বিজেপি নেতা সুমন ব্যানার্জি বলেন, ‘আমরা যখন মানুষের পাশে দাঁড়াতে চাইছি তখন আমাদের কর্মীদের কাছে যেতে বাধা দেয়া হচ্ছে। রাস্তা আটকে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধিক্কার জানাই।’

আরও পড়ুনঃ ত্রাণ ঠিকমতো না পাওয়ায় পথ আটকে বিক্ষোভ শ্রমিকদের

বেশ কিছুক্ষণ অপেক্ষার পর জেলা পুলিশের উচ্চপদস্থ অ্যাডিশনাল এসপির সঙ্গে কথোপকথন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন ‘জেলার একাধিক এলাকায় বিজেপির বিভিন্ন কর্মী আক্রান্ত হচ্ছেন। শুধু সেখানেই শেষ নয়, ৬ মাস আগে ভূপতিনগরে আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার কোন বিচার এখনও পর্যন্ত পাইনি।

তার পরিপ্রেক্ষিতে আমার নামে কেস হয়েছে। এই ভাবেই আমাদের সমস্ত কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। উচ্চপদস্থ পুলিশ অফিসারের সাথে আমার কথা হয়েছে। ৭ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরমধ্যে পুলিশি তদন্ত না হলে আগামী দিনে কয়েক হাজার কর্মী নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় আসব।’ এরপরই বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও সুমন ব্যানার্জি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here