শ্রীময়ীর ভাবনায় আড়ম্বরহীন দুর্গাসাজে সায়ন্তনী

0
401

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Sayantani Guha Thakurda | newsfront.co

স্বর্ণে নয়, অন্নে থেকো মা, থেকো সরল প্রত্যয়ে। উৎসব আড়ম্বরে নয় মাগো, রেখো তোমার সোহাগ মাখা বুকে। দিও তোমার আলোর সকাল, দিও কলস ভরা ধান। তোমার পায়ের তলার দূর্বা হয়েই বাঁচুক শহর গ্রাম। মা- দুগ্গায় স্বাক্ষর হোক সকল মেয়ের নাম, আজ ‘নীলাঞ্জনা’য় ভুবন মাতুক, এল দেবীপক্ষের ডাক।

Sayantani Guha Thakurda  | newsfront.co

ফোটোগ্রাফার শ্রীময়ীর ভাবনায় তাঁর এবারের মহালয়ার নিবেদন ‘ঐশ্বর্য চাইনে যে মা’। আড়ম্বরহীন দুর্গাসাজে ধরা দিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা।

Sreemoyee Biswas | newsfront.co
শ্রীময়ী বিশ্বাস, ফটোগ্রাফার

এই সময়ে দাঁড়িয়ে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা আড়ম্বর চাইছি না৷ চাইছি প্রতিদিন দু’মুঠো ভাতের নিশ্চয়তা। আর সেটাই এই ফোটোশুটের মাধ্যমে বলতে চেয়েছেন স্বনামধন্য ফোটোগ্রাফার শ্রীময়ী বিশ্বাস।

আরও পড়ুনঃ ‘অশুভনাশিনী’ রূপে শ্রাবন্তী এবং পায়েল

Sreemoyee Biswas | newsfront.co
ফোটোগ্রাফার শ্রীময়ী ও তাঁর টিম

আড়ম্বরহীন দুর্গাসাজে ধরা দিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। তাঁর পরনে গামছা শাড়ি এবং রুপোর হালকা গয়না। একেবারে সাদামাটা সাজে ধরা দিলেন সায়ন্তনী। সন্তানকে দুঃখে দেখে মা কি সুখে থাকতে পারেন? তাই মায়ের এই আড়ম্বরহীন সাজ তুলে ধরলেন শ্রীময়ী।

Sayantani Guha Thakurda  | newsfront.co

ভাবনা ও ফোটোগ্রাফিতে শ্রীময়ী বিশ্বাস। স্টাইলিং-এ তন্ময় বিশ্বাস। ডিজাইনিং-এ শান্তনু গুহ ঠাকুরতা। মেক আপ ও হেয়ার ড্রেসিং করেছেন প্রীতম দাস। স্ক্রিপ্ট লিখেছেন শুভেচ্ছা মৈত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here