‘পল পল দিল কে পাস’-র বিচারক হিসাবে অতিবাহিত সায়ন্তনীর ভ্যালেন্টাইন্স-ডে

0
217

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

ভালোবাসার দিন মানেই হাজার কাজের ব্যস্ততাকে দূরে সরিয়ে ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর একটা দিন।

sayantani is judge of pal pal dil ke paas show | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিশেষ দিনটা ভালোবাসার মানুষের সাথে কাটাতে কে না চায়? তবে চাইলে কিন্তু মানুষের জীবনের প্রতিটা দিনই হয়ে উঠতে পারে ভ্যালেন্টাইনস ডে।

sayantani | newsfront.co
নিজস্ব চিত্র
sayantani is judge of pal pal dil ke paas show | newsfront.co
নিজস্ব চিত্র
sayantani is judge of pal pal dil ke paas show | newsfront.co
নিজস্ব চিত্র

দুজন ভালোবাসার মানুষ তাদের ভালোলাগা, ভালোবাসাকে যদি যত্ন করে আগলে রাখে তাহলে প্রতিটি দিনই হয়ে উঠতে পারে ভালোবাসার দিন। এবছর ভ্যালেন্টাইনস ডে-র বাঁধাধরা ছক ভেঙ্গে দিয়ে ভ্যালেন্টাইস ডে-তে একটু অন্যরকমভাবে সেজে উঠল কলকাতার এক অভিজাত শপিং মল।

sayantani is judge of pal pal dil ke paas show | newsfront.co
নিজস্ব চিত্র

১৪ফেব্রুয়ারি এই শপিং মল-এ অনুষ্ঠিত হল ‘পল পল দিল কে পাস’। ভালোবাসার দিনে এটি একটি প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ছিল।

sayantani is judge of pal pal dil ke paas show | newsfront.co
নিজস্ব চিত্র

অনুষ্ঠানে ছিল সেরা ডান্সিং কাপল প্রতিযোগীতা, ফ্যাশন শো, পেপার কাপল ডান্স। এই প্রতিযোগীতায় সেরা কাপল পেয়ে গিয়েছেন ভ্যালেন্টাইনস ডে-র বিশেষ উপহার।

আরও পড়ুনঃ মজার ঢঙে সিরিয়াস বিষয়ের উপস্থাপনা ‘তুই আমার হিরো’ আসছে

sayantani is judge of pal pal dil ke paas show | newsfront.co
নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানটিতে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জী, সঙ্গীতা সিনহা, অরিজিৎ মাইতি ও নিক রামপাল।

শুধুমাত্র বড়োরা নয় ছোটরাও অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে। ভালোবাসার দিনে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা।

এবছর ভ্যালেন্টাইনস ডে অন্যভাবে কাটাতে পেরে খুবই আনন্দিত সায়ন্তনী। ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের সাথে অন্যরকম ভ্যালেন্টাইনস ডে কাটাতে শহরের অভিজাত এই শপিং মলে ভিড় ছিল দেখার মতো। এদিনআর আলো আর ভালোবাসায় জমজমাট হয়ে উঠেছিল এই অনুষ্ঠান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here