শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
এমনিতেই নিজ ভূমে পরবাসি অর্থাৎ ভারতের নাগরিক হয়েও সারা বছর ওরা থাকে কাঁটাতারের ওপারে। কারণ কাঁটাতারের ওপারে রয়েছে হিলি সীমান্ত। আর এই বেড়ার ওপারে থাকার দরুন, তাদের থাকতে হয় কঠোর অনুশাসনে। তাই বছর ভর সেখানকার বাসিন্দারা নানা সমস্যায় জর্জরিত হয়ে থাকে। তার উপর চলছে লকডাউন।
কার্যত দমবন্ধ অবস্থা এখন ওপারের বাসিন্দাদের।এমনিতেই নিত্য প্রযোজনীয় থেকে কোন কিছুই হাতের নাগালের মধ্যে পাওয়া রীতিমত দুষ্কর। আর লকডাউনে ফলে সমস্যা আরও বেড়েছে। এবার সেই সমস্যা কিছুটা হলেও লাঘব করতে কাঁটাতারের ওপারে থাকা বাসিন্দাদের মধ্যে জন-ধন যোজনা অ্যাকাউন্টধারীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল ভারতীয় স্টেট ব্যাংক।
আরও পড়ুনঃ লকডাউনে পাঞ্জিপাড়ায় দুঃস্থদের পাশে তৃণমুল নেতৃত্ব
সোমবার দক্ষিন দিনাজপুর জেলার হিলি সীমান্তের উচাগোবীন্দপুর এলাকার, কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় বাসিন্দাদের মধ্যে জনধন অ্যাকাউন্টধারীদের হাতে ৫০০ টাকা করে তুলে দেওয়া হয়। আর এই টাকা তুলে দিতে ভারতীয় স্টেট ব্যাংকের নির্দেশে তাদের হিলি শাখার গ্রাহক সেবা কেন্দ্রের তরফে কাঁটাতারের এপারে খোলা হয় একটি কাউন্টার।
তবে এদিন বি এস এফের তত্ত্বাবধানে কাঁটাতারের বেড়ার গেট খুলে এক এক করে জনধন অ্যাকাউন্টধারী গ্রাহকদেরকে এপারে নিয়ে আসা হয়। এর পাশাপাশি বাসিন্দাদের হাতে জনধন যোজনার টাকা তুলে দেয় ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের কর্মীরা।
প্রসংগত, গত ১০ এপ্রিল করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা প্রশাসন এবং বিএসএফ বৈঠক করে, হিলি সীমান্ত সিল করে দেয়। পাশাপাশি কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের বাসিন্দাদের যাতায়াতের উপরও বিধি নিষেধ আরোপ করে প্রশাসন। এমনকি জরুরি প্রয়োজন ছাড়া ভারতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে প্রশাসনের তরফে সীমান্তের ওপারে খাদ্য সামগ্রীর জোগান স্বাভাবিক রাখতে পঞ্চায়েত থেকে মুদি ও সবজির দোকানে সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও জিরো লাইন বরাবর অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করে, নিরাপত্তা জোরদার করে সীমান্ত রক্ষীবাহিনী।
যদিও এ বিষয়ে জনধন যোজনার এক গ্রাহক পুষ্প মহন্ত দাস জানান, তাদের কোথাও যেতে দেওয়া হয় না। এমনকি বাইরে বের হতে পারবো না বলে, গেটে তালা মেরে রাখা হয়েছে। ঘরে জিনিশের দরকার পড়লে, ফোন করলে সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আর ব্যাংকের এই পরিষেবা এখানে আসায়, তাদের হয়রানী অনেকেটা কমেছে। এছাড়াও এই ব্যবস্থায় তাদের ভালই হয়েছে।
অপরদিকে গ্রাহক সেবা কেন্দ্রের কর্মী লিটন সরকার জানান, “যেহেতু কাঁটাতারের বেড়ার ওপারের বাসিন্দাদের, মুল ভূখন্ডে আসার উপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারনে ব্যাংকের নির্দেশে তারা প্রধানমন্ত্রীর জনধন যোজনা অ্যাকাউন্ট গ্রাহকদের ৫০০ টাকা করে দিতে এসেছেন”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584