শুরু হল সরকারি বাস পরিষেবা

0
105

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

দীর্ঘদিন লকডাউন -এর কারণে বন্ধ থাকার পর সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হয়েছে সরকারি বাস পরিষেবা। সেই লক্ষ্যেই দক্ষিণবঙ্গের মেদিনীপুর সরকারি বাস ডিপো থেকে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে বাস পরিষেবা শুরু হল বুধবার থেকে।

Bus service | newsfront.co
নিজস্ব চিত্র

প্রথম দিন অল্প বাস ছাড়লেও বাসেতে যাত্রীদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রেখে ২৫ জন যাত্রী নিয়ে বাস চলাচল শুরু হয়। তবে তার আগে পুরো বাসটি বিভিন্নভাবে স্যানিটাইজ করার প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে। বাসে ওঠার মুখে প্রতিটি যাত্রীকে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা ও স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্তকরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ আমপানে ক্ষয়ক্ষতি নিয়ে বালুরঘাটে প্রশাসনিক বৈঠকে রাজীব

SBSTC | newsfront.co
নিজস্ব চিত্র

দক্ষিণবঙ্গের মেদিনীপুর ডিপোর ইনচার্জ অনিমেষ দত্ত জানান-“পুরনো ভাড়া অব্যাহত রেখে যাত্রী কমিয়ে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাস চালানো শুরু হয়েছে। ধীরে ধীরে বাস পরিষেবা বাড়ানো হবে। অনলাইন বুকিং শুরু হচ্ছে সোমবার থেকে।”তবে আপাতত কাউন্টার থেকে টিকিট বুকিং করে বাসে চেপে যাতায়াত করতে পারবেন সকলেই। এতে অনেকটাই সুবিধা পাবে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারীরা বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here