প্রধানমন্ত্রী মোদিকে ক্লিন চিট , জাকিয়া জাফরী মামলার শুনানি ফের মুলতুবি করল সুপ্রীম কোর্ট

0
87

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এহসান জাফরির মৃত্যু মামলায় নরেন্দ্র মোদিকে ক্লিন চিট দেয় বিশেষ তদন্তকারী দল।২০০২ সালের গুজরাট দাঙ্গায় নিহত হন সাংসদ এহসান জাফরি। দাঙ্গায় সরাসরি অভিযোগের আঙ্গুল ওঠে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সহ আরও অনেকের বিরুদ্ধে।

pm modi | newsfront.co
ফাইল চিত্র

দাঙ্গার ঘটনার তদন্তের জন্য গঠিত হয় বিশেষ তদন্তকারী দল বা সিট। ২০১২ সালের ৮ফেব্রুয়ারি সিট গুজরাট দাঙ্গার তদন্তের ‘ক্লোসার রিপোর্ট’ জমা দেয় আদালতে, সেই রিপোর্টে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অভিযুক্ত ৬৩ জনকে ‘ক্লিন চিট’ দেয় সিট এর তদন্তকারী সদস্যরা। তাদের মধ্যে বেশ কয়েকজন উচ্চ পদস্থ সরকারি আধিকারিকরাও ছিলেন।

আরও পড়ুনঃ টিকা নেওয়ার কয়েকদিন পরেই করোনা আক্রান্ত যোগী আদিত্যনাথ

রিপোর্টে বলা হয় এদের কারুর বিরুদ্ধেই তদন্তে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে অভিযোগ প্রমান করা যায়। অর্থাৎ সহজ কথায় দাঙ্গায় জড়িত থাকা বা মদত দেওয়ার মত কোন প্রমাণ পাওয়া যায়নি।সিটের এই রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি দ্বারস্থ হন সুপ্রীম কোর্টের। বহুবার এই মামলার শুনানি স্থগিত করে দেয় সুপ্রীম কোর্ট।

গত দু সপ্তাহ আগেও বিচারপতি এএম খানউইলকর -এর বেঞ্চ মামলার শুনানি স্থগিত করে।তবে বিচারপতি খানউইলকর’কে মৌখিক ভাবে বলতে শোনা যায়, ” এভাবে মামলার শুনানি বারেবারে মুলতুবি করা যায় না। কোন না কোন সময় মামলা আমাদের শোনাতেই হবে।” অপেক্ষায় আছেন জাকিয়া জাফরি কবে সেই দিন আসে যেদিন মামলার শুনানি অন্তত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here