ওটিটি নিয়ে কেন্দ্রকে কড়া হতে নির্দেশ শীর্ষ আদালতের

0
60

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত বিষয়ে নজরদারি প্রয়োজন, অনেক সময়ই এগুলিতে পর্ণোগ্রাফিও প্রদর্শিত হচ্ছে, জানালো সুপ্রিম কোর্ট। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে কেন্দ্র যে নির্দেশিকা জারি করেছে তা আদালতে জমা দিতে বলা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত যে কোন কনটেন্ট মুক্তির আগে স্ক্রিনিংয়ের প্রয়োজন, জানালো বিচারপতি অশোক ভূষনের নেতৃত্বাধীন বেঞ্চ।

The Supreme Court | newsfront.co
ফাইল চিত্র

এদিন আদালত তার পর্যবেক্ষণে জানায়, “কিছু ওটিটি প্ল্যাটফর্মে তো পর্নোগ্রাফিও দেখানো হয়। এই ধরণের স্ট্রিমিং সাইটগুলোতে কী দেখানো হবে তা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে।” এরজন্য কেন্দ্রকে হস্তক্ষেপ করবার কথা বলে আদালত। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে কেন্দ্র যে নির্দেশিকা জারি করেছে তা আদালতে জমা দিতে বলা হয়েছে।

আজকের দিনে ওটিটিতে ছবি দেখা খুব প্রচলিত বিষয়। আমাদের মনে হয় এইক্ষেত্রে নজরদারি থাকা উচিত। কারণ পর্নোগ্রাফিও দেখানো হচ্ছে, পর্যবেক্ষণ বিচারপতি অশোক ভূষণের।

আমাজন প্রাইম ভিডিয়ো প্রধান, অপর্ণা পুরোহিতের মামলার শুনানিতে একথা জানিয়েছে আদালত। ‘তাণ্ডব’ বিতর্কে এলাহাবাদ হাইকোর্টের আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি, এলাহাবাদ হাইকোর্ট তা খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অপর্ণা পুরোহিত।

আরও পড়ুনঃ নাগরিক স্বাধীনতায় নম্বর কমল ভারতের, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্বস্তিতে মোদী সরকার

এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রের প্রতিনিধি সলিসিটার জেনারেল তুষার মেহতাকে শুক্রবার, মামলার পরবর্তী শুনানিতে ওটিটি প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কেন্দ্রের জারি করা নির্দেশিকা জমা দিতে বলা হয়েছে।

অপর্ণা পুরোহিতের আইনজীবী মুকুল রোহাতগি এদিন আদালতকে জানান, তাঁর মক্কেল আমাজন প্রাইমের একজন কর্মী মাত্র, যেখানে তাণ্ডব প্রদর্শিত হয়েছে। সিরিজের প্রযোজক নন, অথচ তাঁর বিরুদ্ধে ১০টি মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।

আরও পড়ুনঃ গণতন্ত্রকামীদের উপর মায়ানমারে নির্বিচারে গুলি সেনার, নিহত ৩৮

৯ এপিসোডের পলিটিক্যাল থ্রিলার ‘তাণ্ডব’-এ সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, মহম্মদ জিশান আয়ুবের মতো বলিউড অভিনেতারা কাজ করেছেন। জানুয়ারি মাসেই আমাজন প্রাইম ইন্ডিয়াতে স্ট্রিমিং শুরু হয় ‘তাণ্ডব’-এর। তারপর থেকেই ধুন্ধুমার এই ওয়েব সিরিজ নিয়ে।

উত্তর প্রদেশ পুলিশের তরফে গত ১৭ জানুয়ারি ভারতের আমাজন প্রাইম প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলাতে আগেই বয়ান রেকর্ড করা হয়েছে অপর্ণা পুরোহিতের। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ২৯৫ ধারায় অভিযোগ আনা হয়েছে অপর্ণা-সহ তাণ্ডব- সিরিজের সঙ্গে যুক্ত আরও চার জনের বিরুদ্ধে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here