ওয়েবডেস্কঃ
সুপ্রিম কোর্ট কর্তৃক লোকপাল ও লোকপালে নিয়োগের বিষয়ে আলোচনার জন্য প্রধান মন্ত্রীর নেতৃত্বাধীন সিলেকশন কমিটির সদস্যদের নিয়ে বৈঠকের জন্য আগামী ১০ দিনের মধ্যে সম্ভাব্য তারিখ জানানোর নির্দেশ দেওয়া হলো অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালকে ।
বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চকে জানায় যে প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই ইতিমধ্যেই বেশ কিছু নামের ৩ টি প্যানেল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সিলেকশন কমিটির কাছে সুপারিশ করেছেন ।বিশেষত ওই প্যানেল প্রকাশ করা হয়েছে চেয়ারপারসন,জুডিশিয়াল নন-জুডিশিয়াল সদস্য নিয়োগের জন্য । যদিও শীর্ষ আদালত এই তিনটি প্যানেলের মধ্য থেকে সমস্ত নাম বাছাইয়ের ব্যাপারটা প্রত্যাহার করেছে ।
আরও পড়ুনঃআবার রাফাল তোপ মোদীকে
এদিন অ্যাটর্নি জেনারেল আরো জানিয়েছেন তিনি কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ বিভাগীয় কর্তা ও প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সিলেকশন কমিটির সাথে কথা বলে যথাশীঘ্র বৈঠকের সম্ভাব্য তারিখ ঠিক করে শীর্ষ আদালতকে জানাবেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584